বিজেপি নেতা নূপুর শর্মার মন্তব্যের জেরে ঘরে-বাইরে প্রবল চাপে ভারত সরকার। একটি ডিবেট অনুষ্ঠানে হযরত মোহাম্মদ(সঃ)এর বিয়ে নিয়ে মন্তব্যের জেরে শুরু হয়েছে এই বিতর্ক। গোটা ঘটনার সমালোচনা করে দলের নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে বিজেপি। যদিও তাতে পরিস্থিতি ঠান্ডা হয়নি। এই ঘটনার পর দলের মুখপাত্র নুপূর শর্মাকে সাসপেন্ড এবং আর এক নেতা নবীন জিন্দলকে বহিষ্কার করেছে বিজেপি। কিছু গোড়া ও কুসংস্কারসচ্ছন্ন মানুষ অপরের৷ধর্মকে নিয়া কটুক্তি করলেও মানবতার ধর্ম ইসলাম অন্য কোন ধর্মের দেব দেবী নিয়ে কটুক্তি করতে বারণ করেছে।
এ কথা সত্য যে, হযরত মোহাম্মদ (সাঃ) আয়েশা (রাঃ) কে ৬ বছর বয়সে বিবাহ করেন এবং ৯ বছর বয়সে মা আয়েশা (রাঃ) সাথে সংসার জীবন শুরু করেন ;
সে সময়ে নারীদের এমন বয়সেই বিবাহ হতো,, সে কালে নারীরা এরকম বয়সেই প্রাপ্তবয়স্কা হতো।
এ প্রেক্ষিতে আ্সুন আমরা, হিন্দু ধর্মের কিছু ইতিহাস জেনে আসি... হিন্দু ভাই / বোনেরা যাদের কে উপাসনা করেন, যাদের দেবতা মানে, তাদের ইতিরামচন্দ্র যখন সীতাকে বিয়ে করেন তখন সীতার বয়স ছিল ৬ বছর।
সূত্রঃ ( স্কন্দ পুরাণ, ৩.২.৩০.৮-৯) ও বাল্মিকীর রামায়ণ, অরন্য খন্ড ( ৩.৪৭.৩ -১০),,।
২। শ্রী কৃষ্ণ যখন রুক্মিণী কে বিয়ে করে,, তখন তার বয়স ছিল ৮ বছর,, রেফারেন্স ( স্কন্দ পুরাণ ৫.৩.১৪২.৮-৭৯)
শ্রী কৃষ্ণ যখন রুক্মিণীর সাথে যৌনক্রিয়া শুরু করে,তখন সে পরিপূর্ণ ভাবে বেড়ে উঠিনি এবং যৌনতা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, ফলে শ্রী কৃষ্ণ যৌনক্রিয়া করাই রুক্মিণী জ্ঞান হারিয়ে ফেলে "রেফারেন্স ( ব্রাহ্ম, বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্ম খন্ড ১১২,১-১০) "।
৩। শিব যখন পার্বতী কে বিয়ে করে, তখন তার বয়স ছিল ৮ বছর রেফারেন্স ( শিব পুরাণ, রন্দ্র সংহিতা পার্বতী খন্ড ৩.১১,১-২)।
এইতো কয়েক বছর আগের ঘটনাঃ
রবীন্দ্রনাথ ১০ বছর বয়সের মৃনালীনি দেবী কে বিয়ে করে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৫ বছরের এক মেয়েকে বিবাহ করেন।
চলুন ১০০ থেকে ২০০ বছর আগে মানুষের বিবাহের গল্প শুনে আসি,, মাত্র ১৩০ বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশে বিয়ের সর্বনিম্ন বয়স ছিলঃ
ডেনমার্ক - ১২ বছর,,রাশিয়া - ১০ বছর,, ফ্রান্স - ১০ বছর,
কানাডা - ১২ বছর, ক্যালোফোর্নিয়া - ১০ বছর,, তার মানে ১৮৮০ - ১৯২০- ২০০৭ সালে মেয়েদের বিবাহের গড় ছিল (১০,১১,১২) বছর, এটা ২০০/১০০ বছর আগে বিয়ে ঘটনা, আর হযরত মোহাম্মদ সাঃ তো ১৪০০ বছর আগে বিয়ে করেছিলেন, তাহলে সে সময়ে বিয়ের গড় কেমন হবে চিন্তা করুন.!!
তার চেয়ে মজার বিষয় হলো, আগের কালের কাফের মুশরিকরা নবীজি কে পাগল/ জাদুকর / গনক বলে মিথ্যাচার করতো, কিন্তু নারীলোভী / শিশুগামী বলে গালি দিত না. কেন জানেন? কারণ তারা ভালো ভাবেই জানতো যে হযরত মোহাম্মদ (সাঃ) এর ধারে কাছেও ছিলেন না। নবীজি কে কাফেররা অফার করেছিলো যে আরবের সব সুন্দরী নারী তার হাতে তুলে দিবে -- যাতে মানুষকে তিনি আল্লাহর পথে আহ্বান না করেন। কিন্তু তাদের এরকম অফার ব্যর্থ হলো, ভালোভাবে লক্ষ্য করে দেখেন, তারা হযরত মোহাম্মদ (সাঃ) কে নানা ভাবে মিথ্যাচার করতো। কিন্ত ৬ বছরের আয়েশা (রাঃ) বিয়ে করে ৯ বছর বয়সে সংসার জীবন যদি আপরাধ হতো তাহলে আগের কালের কাফের মুশরিকরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। কিন্তু তারা এরকম বলেন নি কেন? কারণ আগের কালে আরব দেশের ৬-৮ বছর বয়সেই বিবাহ হতো এবং এই বয়সই ছিল তাদের প্রাপ্ত বয়স।
এইতো কয়েক বছর আগের ঘটনা, যে সময় হিন্দু সমাজে ১১ বছর বয়সী মেয়েদের বিয়ে না দিতে পারলে তাদেরকে অভিশাপ মনে করতো,এবং অভিবাকের নরকে যাওয়ার হুমকির প্রথাও চালু ছিলো। আর হযরত মোহাম্মদ (সাঃ) তো ১৪০০ বছর আগে বিবাহ করে ছিলেন তাহলে ভেবে দেখুন, ১৩০ বছর আগের মেয়েদের যদি ৮-১০ বছর বয়সে বিবাহ হয় তাহলে ১৪০০ বছর আগে মেয়েদের প্রাপ্ত বয়স কত ছিলো..!!! তা ছাড়া
হযরত মোহাম্মদ (সঃ) মা আয়শা (রঃ). চিনতেনও না। সয়ং আল্লাহর ইচ্ছায় ও তার হুকুমে তিনি এই বিয়ে করেন।
দুনিয়াতে কেউ যদি আল্লাহকে গালি বা নিন্দা করে তওবা করলে আল্লাহ
তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কেউ যদি হযরত মোহাম্মদ (সঃ) কে
গালি দেয় আল্লাহ তাকে ক্ষমা করেন না এবং তার সাঁজা তাকে দূনিয়াতেই
পেতে হবে। নূপুর যে অন্যায় অপরাধ করেছে তার জন্য তাকে শুধু দল
থেকে বহিস্কার নয় দেশ থেকে বহিস্কার করা দরকার। অবশ্য আল্লাহর
তরফ থেকে তার বিচার দূনিয়াতেই হবে।
সূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত।
পোষ্ট করেছেনঃ লায়লা আজুমান বানু
সম্পাদনা ও সংযোজনাঃ
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ রাত ১:৪৯