আমি একজন নিরাপদ ব্লগার !!
নূর মোহাম্মদ নূরু
আমার ব্লগ পরিসংখ্যান
পোস্ট করেছি: ৩২০১টি,
মন্তব্য করেছি: ২২২৪১টি
মন্তব্য পেয়েছি: ২৮৬৫২টি
ব্লগ লিখেছি: ৭ বছর ৭ মাস
অনুসরণ করছি: ৫ জন
অনুসরণ করছে: ১৯৮ জন
আমার মডারেশন স্ট্যাটাস "সেফ"
আপনি একজন নিরাপদ ব্লগার!
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে।
আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
হতে পারের গোলক ধাধার মানে আজ বুঝলাম কেনো কবি এখানে নীরব!৷
গত ২৬ মে সৈয়দ মশিউর রহমানের "গ্রামের সুন্দর মুহুর্তগুলো।" পোষ্টে আমার মন্তব্যে আমার বলতে ইচ্ছা ছিলোঃ
ব্লগে নিরাপদ থাকতে চান, তা হলে ফুল পাখি, লতা পাতা আর
কুকুর বিড়ালের ছবি দেন, নিজে বিপদ মুক্ত রাখুন আর ব্লগ
রাখুন ক্যাচাল মুক্ত!
আজ ২৭ মে গেছো দাদার "রম্য: মহিলা ভূগোল" পোষ্টে,
দাদা এপার বাংলায় কপি পেষ্টের ঝড় বইছে আর তুমি
ওপার থেকে হাওয়া দিচ্ছো! (তার লেখাটি ফেবু থেকে
কপি তা জলদস্যু ভাইয়ের মন্তব্য থেকে জানলাম)
আজ অনিকেত বৈরাগী দাদার "একজনের একধিক পোষ্ট কেনো সামুর পাতায়" বলার ইচ্ছা ছিলোঃ
দাদা এটা মডারেশন টিমের উপর ছেড়ে দিন। কারণঃ"
যার কাজ তার সাজে অন্য
লোকের লাঠি বাজে"।
এছাড়াও সোনাগাজী, গোফরান ভাই, রাজীব নূর,গড়ল, দস্যু ভাইদের পোষ্টেও মন্তব্য করার খায়েশ ছিলো। কিন্তু দুঃখের বিষয়, কারো লেখাতেই কিছু বলা গেলোনা,
বার বার চেষ্টা করেও যখন আমার মন্তব্য গুলো প্রকাশিত হচ্ছিলোনা তখনও বুঝতে পারছিলাম না মজেজা কি।
যত বার চেষ্টা করি ততবার মোবাইল স্ক্রীনে দেখিঃ৷
যত বার চেষ্টা করি ততবার মোবাইল স্ক্রীনে দেখিঃ
একটি ভুল পাওয়া গেছে
sorry,you are not allowed to comment in this blog
কেনো সেফ বা নিরাপদ ব্লগারের এমন নাজেহাল
অবস্থা হবে তা আমার এন্টিনায় ধরা পরছিলোনা।
পরে অনুসন্ধান করে দেখলাম আমার একটি নতুন
নোটিশ এসেছে। ভাবলাম সাধারণ থেকে জেনারেল
পদে পদাবনতি ঘটেছে।
কিন্তু না, নাগো না, আমার
কমেন্টস ব্যান হয়েছে!
অবচেতন মনে গানের কলি
গুনগুন করে উঠলোঃ
" পরের যায়গা, পরের জমি
ঘর বান্ধিয়া আমি রই,আমি
তো সেই ঘরের মালিক নই"
মনেরে দিলাম কইশ্যা এক ধমক! মস্করা করো?
হাওয়াই মিঠাইর মতো মন চুপসে গেলো, তার মলিন করুন মুখের দিকে তাকাইয়স আমার কোমল মনটা মোমের মতো গলতে শুরু করলো।
তাই মনকে চাংগা করতে ৬০-৭০ দশকের বিখ্যাত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ্ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রেক্ষিতে একটা ছড়া লিখেছিলেনঃ " ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!" শুনিয়ে তাকে প্রবোধ দিলাম। মনটা ফিক করে একটা হাসি দিয়ে মনের জমে থাকা কালো মেঘ বিতাড়িত করলো! খুবই আরাম পেলাম। অপরাধবোধ কেটে গেলো আমার।
মনকে বুঝালাম "যাক মন্দের ভালো! লেখাতো ব্যান হয় নাই। লিখতে পারছি এটাইবা কম কিসে। অপেক্ষায় থাকবো ভূমি মালিকের মন কোমল হবার। যারা আমার কমেন্টস ব্যান হওয়াতে খানা পিনার আয়োজন করেছেন তারা একটু বুঝে শুনে খাবেন! অতি খানা ও পিনা শরীরের জন্য হানীকর!
প্রকাশকালঃ ঢাকা, ২৭ মে, ২০২২ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ রাত ৮:১৩