ইলিশের বাজারে প্রচলিত প্রবাদ আছে যে ডিমওয়ালা ইলিশের স্বাদ হয় না।
-এক বর্ষার দিনে দরদাম হচ্ছিলো চতুর ইলিশওয়ালা আর অফিসের বাবুর মধ্যে,
বাবুঃ মাছটায় ডিম হবে নাতো ??"
মাছ বিক্রেতাঃ "হে হে হে... কি-যে বলেন কত্তা !!
একেবারে কুমারী মাছ !"
বাবুঃ "নে কাট, ডিম না হলে যা দাম পুরোটাই দেবো!"
- কিন্তু বিধি বাম, বিক্রেতা মাছ যেই না কেটেছে,
বাবুঃ "তোর মাছে তে ডিম ভর্তি রে...!! তুই যে বললি কুমারি মাছ...!!"
- মাছওয়ালার মাথা নিচু...
কিছুক্ষন চুপ থেকে কন্যাদায়গ্রস্ত পিতার ন্যায় গলায় ছলছল চোখে বলে উঠলো,
"মাফ করে দেন কত্তা ,
আপনার বড়ো মন, আজকাল ঘরের মেয়েদেরই ঠিক রাখা যায়না, এতো গভীর জলের মাছ, যে অন্যায় সে করে ফেলেছে তারতো আর মাফ নেই, গরম কড়াইতে ফেলে ওকে শাস্তি দেবেন একটা কথাও বলবে না।
এই বারের মতো তাকে ক্ষমা ঘেন্না করে ঘরে তুলে নিন কত্তা!"
- বাজারের সমস্ত ঘটনা দেখে একটি মধ্য বয়স্ক মহিলা বললেন,
"শালারা মাছেও ভার্জিন চায়... !!"
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ ভোর ৪:৩০