এতদিন যে আমাদের মন্ত্রী মিনিষ্টারেরা চিল্লাপাল্লা করেছে দেশ মধ্যম আয়ের দেশ হয়ে গেছে সেটা কি ছিলো? এখন দেখি কাল রাস্তাঘাটে জ্যাম লাগিয়ে উন্নয়নশীল দেশ হয়েছে সেই আনন্দ উৎসব করছে! আসলে আমরা কোন ক্যাটাগরিতে সেটাই ক্লিয়ার হচ্ছি না। দেশের ৪৭ শতাংশ গ্রাজুয়েট বেকার যা দক্ষিন এশিয়ায় দ্বিতীয়, আফগানিস্তান প্রথম প্রায় ৬৪ শতাংশ। তো এত বেকার রেখে দেশ যে এত উন্নতি করছে তার জন্য সরকার, জনপ্রশাসন বাহাবা পেতেই পারে! দেশের মাথাপিছু আয় ১০৩৬ ডলার থেকে ৪০৮৫ ডলার মধ্যে থাকলে সেই দেশ উন্নয়নশীল দেশ। এটি একটি শর্ত আরো অনেক কারন আছে সেগুলিও পূর্ন করতে হয়। আমারা সম্ভবত ১৬১০ ডলার করে আয় করি তবে এখনো আমাদের মেয়েরা হাসপাতাল হাসপাতাল ঘুরে শেষমেশ রাস্তায় সন্তান প্রস্রব করে! আমাদের মানব উন্নতির সূচক ০.৫৭৯ যেটা সারাবিশ্বে ১৩৯তম তারপরেও আমদের বস্তিগুলিতে ৪০লক্ষ মানুষ বাস করে রাস্তায় ঘুমায় ৮লক্ষ মানুষ!
আমাদের ৩৩বিলিয়ন রিজার্ভ আছে তবে এয়ারপোর্টে এসে আমাদের প্রবাসী কামলারা মাঝেমধ্যে চড় থাপ্পড় পর্যন্ত খায়! ছেলেমেয়েরা পরিক্ষার আগেরদিন প্রশ্নপত্র খুঁজে! সেই প্রশ্নে পরিক্ষা দিয়ে তারা দেশ গঠনে অংশগ্রহন করবে আমাদের উন্নয়নশীল থেকে উন্নত দেশে পৌঁছিয়ে দিবে! আমাদের ব্যাংক গুলির অলস টাকা বাড়ছে তারা ডিপোজিট নিতে চায় না, লোন দিতে চায়! আবার লোন দিয়ে আদায়ও করতে পারছে না। শেয়ারবাজারের জন্য পার্টনার দরকার চীনাদের পার্টনার করার জন্য তোড়জোড় চলছে! এগুলি ভালো লক্ষণ নয়, উপরে ফিটফাট বাহিরে সদরঘাট হলে ভবিষ্যৎ ভালো ঠেকবে না। মানুষ এখনো দেশ ছেড়ে ইউরোপ, আমেরিকা যাবার চিন্তা নিয়ে সকালে কাজে যায়, রাতে ঘুমোতে যায়! মানুষকে গ্যাড়াকলে না আটকিয়ে কাজ দিয়ে, চাকুরী দিয়ে, অর্থনৈতিক ভাবে সমান অধিকার দিয়ে আটকান তাহলে একদিনের জন্য রাস্তাঘাট আটকিয়ে আনন্দ উৎসব করতে হবে না। মানুষের ঘরে ঘরেই প্রতিদিন আনন্দ উৎসব হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪২