বিষাক্ত নগরীর বুকে ফোঁটা ফোঁটা ঘাম পানে বেঁচে থাকি
লাল পিঁপড়ার বাসা নিপীড়িত শরীর জুড়ে গ্রাস করে নিলে
পশ্চিমের দুয়ারের বিক্রি হয়ে যাবে ভাটিয়ালির সুর
মঞ্চ থেকে ঘোষণা আসবে “পিতৃত্ব হত্যার দায়ে মৃত্যুদন্ড হয় না”
তবে কি সক্রিটিসের দেশে হেমলক সংকট রয়েছে?
একবার হেমলক বিষ দাও আমিও খেতে চাই নির্ভয়ে,
সক্রিটিসের পালিয়ে যাওয়ার শেষ সুযোগ না বলার যোগ্যতা
লালনের একতারায় সকল ধর্মের বাঁধন-মগ্নতার গৌতম
বিক্রমপুরের দীপংকরও আমরা আর শনাক্ত করতে পারি না,
আমরা পারি না জন্ম জননীর নাম-জনকের পরিচয়
শুয়োরের বাচ্চার মতো কেবল শেখানো শ্লোগান মুখস্ত করি
ক্রমাগত জারজ থেকে জারজ হয়ে বড়ো হতে থাকি।
তারপর একদিন বিষন্নতার বিক্ষোভ প্রেমিকের অনশন
চেতনার বিপ্লব আর পরিচিত রাত দীর্ঘ হতে থাকে
কোন প্ররোচনাহীন সুন্দর ঝরে পল্লীর বিপরীত হাতে,
নিষিদ্ধ বাড়িতে বউ রূপে আশ্রয় যাওয়া প্রেমিকার চোখ
প্রতিশোধ কিংবা প্রতিরোধের ভয়াবহ সড়ক তৈরী করে
এক-একটা জারজের জন্ম কথা লিপিবদ্ধ করতে থাকে।