১. দেখতে দেখতে এই নিকটার বয়স ১ বছর ২ দিন হয়ে গেল। কেন যে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছি? ভাবছি প্রতি বছর একটা করে নিক পাল্টাবো। ভাই মডু, আমি কি অনুমতি পেতে পারি?
২. যদি প্রশ্ন আসে, এক বছরে আমি(লেখক হিসেবে) কী শিখলাম। সহজ কথায় উত্তর হবে: সহনশীলতা, বিচক্ষণতা, সবার সাথে মিশতে পারা/সবাইকে ভালোবাসতে পারা(হোক সে শত্রু) ও একসাথে চলার ক্ষমতা। সেই সাথে কিছু ভালো মানুষের সাথে পরিচিত হওয়া। এটাই বা কম কীসে??
৩. সামুর সাথে পরিচয় ২০১২থেকে। পছন্দের টপিক তো বরাবরের মতই রাজনীতি আর সামজিক সমস্যার গঠনমূলক সমালোচনা। সামুতে এর কিছুটা ঘাটতি আছে। আশা করি ব্লগারগণ দলের চেয়ে দেশকে বেশী প্রাধান্য দেবেন।
৪. দেশের মাথামোটা নেতা/রাজনীতিবীদদের কথা শুনলে আমার চান্দি গরম হয়। সেফুদার মত ওদের বলতে ইচ্ছে করে, "ভাই, তোরা মদ খা! তাও মানুষ হ!"
৫. লেখালেখিতে কয়েক দিন/সপ্তাহ বিরতি দিতে হবে। বিশেষ কাজ আছে। সবার জন্য শুভকামনা। হ্যাপি ব্লগিং....
.
[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে। ]
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৩