নজরুল সঙ্গীতঃ
নজরুল গীতি বা নজরুল সঙ্গীত বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তাঁর সীমিত কর্মজীবনে তিনি ৩,০০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশিসংখ্যক গান রচনার উদাহরণ নেই। এসকল গানের বড় একটি অংশ তাঁরই সুরারোপিত। তাঁর রচিত চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল বাংলাদেশের রণ সংগীত। তাঁর কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল তিনি প্রায়শ তাৎক্ষণিক ভাবে লিখতেন। এই কারণে অনুমান করা হয়, প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে।
আমার পছন্দের কিছু নজরুল গীতিঃ
*** পদ্মার ঢেউ রে....
*** প্রজাপতি প্রজাপতি....
*** আমার গানের মালা....
*** এই শিকল পরা ছল....
*** কারার ঐ লৌহকপাট....
*** দুর্গম গিরি কান্তার মরু....
*** কে বিদেশী মন উদাসী ....
*** এ কি অপরুপ রূপে মা তোমায়....
*** লাইলী তোমার এসেছে ফিরিয়া....
*** বেল ফুল এনে দাও চাই না বকুল....
*** যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে....
*** আমার যাবার সময় হল দাও বিদায়....
*** শাওন রাতে যদি, স্মরণে আসে মোরে.....
*** প্রিয় যাই যাই বোল না, আর কোর না ছলনা....
*** নাই চিনিলে আমায় তুমি রইবো আধেক চেনা.....
*** এ-কূল ভাঙে ও-কূল গড়ে এই তো নদীর খেলা....
*** মোর প্রিয়া হবে এস রানী দেব খোপায় তাঁরার ফুল....
*** তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ....
*** আলগা করো গো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফাস গ্যেয়ি....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়----(বেয়াদব কাক)
ছবিসূত্রঃ ইউটিউব, উইকি ও Flickr.com
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪