বাসায় ফিরে ফ্রেস হয়ে, ব্লগে ঢুকেই একটা শকড খেলাম। আজ যে পবিত্র শবে মেরাজ, সেটা মনেই ছিল না!! গত শুক্রবারেও ইমাম সাহেব খুৎবাতে পবিত্র মেরাজ সম্পর্কে বললেন।(মেরাজে ৫০ ওয়াক্ত নামায কে পাঁচ ওয়াক্ত করা হয়।) বেমালুম ভুলে গেলাম সেই কথা? এমনি মুসলিম আমি! প্রতিদিন গরমের মধ্যে কত কাজ করি, অথচ মসজিদে এসির মধ্যে নামায পড়তে যাই না! ধিক্!!!
বুঝলাম। শত কোটি, নামে মুসলিমদের কেন এই অবস্থা? কেন আমরা সব হাওয়াই মিঠাই মিলে, সোনালী যুগের একজন রত্নের [সাহাবা(রাঃ)] সমানও হতে পারবো না?
একটি গজল মনে পড়লঃ
আজো সেই কোরান আছে, হাদিস আছে,
সেই ঈমান আর মানুষ নেই।
সেই আবু বকর, ওমর নেই,
সেই আলী হায়দার, ওসমান নেই।
আযানের রসম আছে আগের মতই,
বেলালের সেই রুহ নেই।
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই,
হোসেনের সেই জিহাদ ও নেই।
কুরানের তেলাওয়াত আছে আগের মতই,
রাবেয়া বসরীর মত প্রেমিকা নেই।
হাদিসের পাঠক আছে আগের মতই,
বোখারীর মত সেই সাধক ও নেই ।
কাফের ও মুশরিক আছে আগের মতই,
ঈবনে কাসিম আর সালাদিন নেই।
ফালসাফা আছে আগের মতই,
গাজ্জালির সেই তালক্বিন নেই।
দাওয়াতে দ্বীন আছে আগের মতই,
বান্নার মত সেই দায়ী নেই।
কবি ও কবিতা আছে আগের মতই,
হাফিজ, রুমী, ইকবাল নেই।
কাজী নজরুল ইসলামের লেখা কিছু হামদ্ ও নাতঃ (আমার পছন্দেরগুলো শুধু দিয়েছি)
*** সাহারাতে ফুটল রে....
*** নবী মোর পরশ মনি....
*** হেরা হতে হেলে দুলে....
*** আমি যদি আরব হতাম....
*** ত্রি-ভুবনের প্রিয় মোহাম্মদ....
*** শোনো শোনো ইয়া এলাহী....
*** আল্লাহকে যে পাইতে চায়....
*** তাওহিদের ই মুরশিদ আমার....
*** রোজ হাশরে আল্লাহ আমার....
*** আল্লাহু আল্লাহু তুমি জাল্যে জালালু....
*** তোরা দেখে যা আমিনা মায়ের কোলে....
*** মসজিদের ই পাশে আমায় কবর দিও ভাই....
*** এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি....
*** আল্লাহ আমার প্রভু, আমার নাহি, নাহি, ভয়....
*** আল্লাহ তে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান....
*** ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমার পছন্দের আরেকটি গজলঃ
গজলঃ আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান লিটন
টাইপিংঃ জাকির আবু জাফর
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।।
জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাদ- প্রতিবাদ(২)
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও(ঐ)
ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে।
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে(২)
সেই পথে চলবার শক্তি দিও।(ঐ)
ছবিঃ ইউটিউব থেকে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮