শিল্পীঃ ইশতিয়াক
অ্যালবামঃ এবং পাহাড়ের গান
আইলো আইলো আইলো রে,
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।।(২)
পাগলা মনে রঙ্গিন চোখে, নাগর দোলায় বছর ঘুরে ;
এক তারাটার সুরটা বুকে, হাজার প্রাণের বাউল সুরে;
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে।(ঐ)
লাল পাড়ের ওই শাড়ির আঁচল, আলতা পায়ে খুশির নাচন;
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাঁধার আজ খুলছে বাঁধন;
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে।। (ঐ)
গাছের ডালে আমের মুকুল, আকাশ মেঘে সাজলো দুপুর
হালখাতা সব হিসেব শেষে, আসলো বছর নতুন বেশে
এক বাণীতে সব বাঙ্গালি খুশির মেলায় দেশটা হাসে।।
আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে-------
হই---
টাইপিংঃ মাসুদ ভাই।
কৃতজ্ঞতাঃ সম্রাট ভাই ও প্রান্তর ফুল।
ছবিঃ নেট থেকে।
বি. দ্রঃ আগামীকাল ব্যস্ত থাকবো। এটি অগ্রীম পোস্ট। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা।
রমনার বটমূলে
কথা হবে প্রান খুলে,
জানিয়ে দিলাম আমি সবাইকে---
(দেখি কাল কয়জন পুরাতন পাপীকে পাই!)
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১১