১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
৩। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
৪। শেরে বাংলা এ কে ফজলুল হক
৫।নেতাজি সুভাষ চন্দ্র বসু
৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন*
৭। স্যার জগদীশ চন্দ্র বসু*
৮। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৯। মওলানা আব্দুল হামিদ খান ভাসানি
১০। রাজা রামমোহন রায়
১১। শহীদ তিতুমির
১২। ফকির লালন শাহ
১৩।সত্যজিৎ রায়
১৪। অমর্ত্য সেন
১৫। ভাষা শহীদ**
১৬। ডঃ মোহাম্মদ শহিদুল্লাহ
১৭। স্বামী বিবেকানন্দ
১৮। অতিশ দীপঙ্কর শ্রীজ্ঞান*
১৯। জিয়াউর রহমান*
২০। হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বিশ্লেষণঃ
১। জরিপে রাজনীতিবীদের সংখ্যা বেশী, এরপর আছে সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
২। বিজ্ঞানী মাত্র একজন! মহিয়সী নারীও একজন।
৩। অতিশ দীপঙ্করকে আমরা অনেকেই চিনি না।(পোস্টটি লেখার আগে আমিও ভালমত জানতাম না)
৪। ভাষা শহীদদের নাম ও সংখ্যা অজ্ঞাত। আচ্ছা ভাষা শহীদ ঠিক কতজন? আপনারা জানেন??
৫। এই নামগুলোর মধ্যে পাঁচ জন বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর তালিকায় আছেন।
৬। জরিপ টি ২০০৪ সালে করা। তাই মেজরের নামটি সান্ত্বনা মূলক(আমার মতে)।
৭। তালিকাতে কোন মুক্তিযোদ্ধার নাম নাই। আমি হলে মেজরের জায়গায় উনাদের বসাতাম।
৮। উপরের ছবিতে একজনের চিত্র নেই। দ্বিতীয়বার না দেখলে আপনি তার নাম বলতে পারবেন না!!
এখন যদি বলা হয়, সর্ব নিকৃষ্ট বাঙালিদের তালিকা! তাহলে কাদের নাম আসতে পারে??
আমার মতেঃ
মিরজাফর ও রাজাকারের সাথে বর্তমানের দলকানা, সুবিধাবাদী নেতা ও পাতি নেতারা থাকবে।
বি.দ্রঃ এটি স্রেফ একটা জরিপ, কোন ঐতিহাসিক দলিল নয়। তাই এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, ক্যাচাল নয়।।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯