পরিচয়ঃ
শাহ আবদুল করিম (ইংরেজি: Shah Abdul Karim, ১৫ ফেব্রুয়ারি১৯১৬ - ১২ সেপ্টেম্বর২০০৯) হলেন বাংলা বাউল গানের একজন কিংবদন্তি শিল্পী। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা, শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন।
সঙ্গীত সাধনাঃ
স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েক জন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেন নি।
শাহ আব্দুল করিমের কিছু গানঃ (আমার পছন্দের)
*** বসন্ত বাতাসে সইগো----
*** আইলায় না আইলায় নারে বন্ধু---
*** আগে কি সুন্দর দিন কাটাইতাম-----
*** বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে ----
*** কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া----
*** কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা ---
*** গাড়ি চলে না চলে না, চলে না রে গাড়ি চলে না---
*** যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান---
*** তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভুইলো না আমারে---
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি, তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে।।
(ব্লগে তার বেশ কিছু গান দেখলাম। তাই আর টাইপ করলাম না। ব্লগটির লিংকঃ Click This Link )
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২২