শিরোনাম দেই ভাবছেন বিয়ার বাজার করতে যাইতাছি?
নাকি ভাবিছিলেন মুদি দোকানের সদাই করতে যাইতাছি

কাহিনি অন্য জায়গায় গিয়া প্যাচ লাগছে.
আসেন দেখি কাহিনি কি?
২টা ঘীএর ডিব্বায় এবং ২টা চকলেটের বয়ামে পাতাবাহার, একটা দইয়ের বাগী (মাটির পাত্র) তে দুবড়া ফুল, একটা পাচ লিটার সয়াবিন তেলের বোতল, একটা ডানোর ডিব্বা এবং একটা চকলেটের বয়ামে লতাজাতিয় কমন একটা সুন্দর গাছ (নাম জানিনা



( ৩টা পলিথিনের প্যাকেটে ৩টা আতাগাছের চারা এইটা আম্মার রোপন করা


ভাবতাছি একটা হাসনাহেনা গাছ কিনবো, রোপন করার মতো জায়গা নাই, ভাঙ্গাবাল্টিই ভরসা।
ইন্সপায়ার্ড বাই- অনেক দিন আগে (প্রায় ১৭/১৮ বছর হতে পারে) একটা হাসনাহেনা গাছ ছিল অনেক ফুল ফুটতো, রাতের বেলায় এত সুন্দর ঘ্রান ছড়াতো যে অতিমাত্রায় ফুলপ্রেমীদের পাগল করে দেয়ার ক্ষমতা রাখে

সেই দিনের কথা এখনো স্পস্ট মনে আছে। তাই মাঝে মাঝে এই ইচ্ছাটা চাগাড়

(সরাসরি মাটিতে রোপন করা গাছের কাহিনি আরেকদিন হবে

(অনেক দিন পর সামু মামুর কথা মনে পরলো তাই আসলাম
