আমরা অনেকেই আছি যারা যতক্ষণ নেট থাকি দেখা যায় তার অর্ধেক সময় (আমার ক্ষেত্রে এটা সত্তরভাগ এরও বেশী হবে )সামুতে ব্যয় করি। বাকি সময়টুকু অনেকেই আমরা ফেসবুক , ইউটিউব কিংবা IMDB তে কাটিয়ে দেই। এছাড়াও কিছু সাইট আছে যা বিভিন্ন সময় ভাল লেগে গেছে তেমনি কয়েকটি সাইট আপনার সাথে শেয়ার করলাম। আশা করছি একেবারেই নিরাশ হবেন না ভাল লাগল তাই শেয়ার করলাম।আপনার যদি ভাল লাগে তবেই পোষ্টা সার্থক বলে ধরে নেওয়া যাবে।
মহাকাশঃ
মহাকাশ প্রেমীদের জন্য নেটের ভূবনে সুন্দর একটি যায়গা এটি।star , galaxy ইত্যাদি সিলেক্ট করে হারিয়ে যান হাই রেজোলিউশান সব ছবিতে।
apod.nasa.gov
ও হ্যাঁ, ক্যালেন্ডার অপশন এ ক্লিক করে আপনি দিন অনুযায়ী ছবিতেও যেতে পারবেন।
নিক যাচাইঃ
অনেক সময় একই নিকে অনেক সাইট এ রেজিস্ট্রেশান এর প্রয়োজন পড়ে কিন্ত নিকটি আগেই ব্যবহার হয়ছে কিনা তা চেক করতে পারবেন এই সাইট এর মাধ্যমে।
namechk
মিউজিক
এবার মিউজিক প্রিয়দের জন্য......
অনলাইনে গান শোনার জন্য সুন্দর দুইটি সাইট । আর IDM থাকলে গানটি ডাউনলোড করাটাও পান্তাভাত।
jog.fm
tunecrank
আপনি যদি মেটাল রক লাভার হন তাহলে আপনার জন্য চরম একটি সাইট।মেটাল এর বিভিন্ন স্টাইল এবং জেনার মধ্যে সম্পর্ক এখানে ম্যাপের মাধ্যমে সুন্দর ভাবে দেখানো হয়েছে। আর সেই সাথে সামান্য বর্ণনা তো আছেই।আর হ্যাঁ গান তো শোনা যাবেই! নরখুলি গুলায় ক্লিক করুন আর বিভিন্ন জেনার সম্পর্কে জানুন আর গান শুনুন।
mapofmetal
মুভি লাভারঃ
আমরা যারা প্রায়ই যারা IMDB লিস্ট এ ঘোরাঘুরি করি তাদের জন্য সুন্দর একটি সাইট
icheckmovies
icheckmovies
বই পাগলঃ
শুধু মুভি নিয়েই পড়ে থাকলে হবে ? বিশ্ব সাহিত্য সম্পর্কে জানতে হবে না? তাহলে এখুনি এই সাইটে এ ঘুরে আসুন।আশা করি নিরাশ হবেন না।
goodreads
ভিডিওপিডিয়াঃ
এই সাইট টাকে উইকিপিডিয়া এর ভিডিও ভার্সন বলা যেতে পারে। এখানে বিভন্ন টপিক সম্পর্কে রয়েছে ভিডিও। যা দ্বারা সহজভাবে সেই টপিকটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।
যেমন cricket লিখে সার্চ দিয়ে পাওয়া গেল............
qwiki
ফেসবুকঃ
আপনি যদি আপনার ফেসবুক বন্ধুদের ফটো অ্যালবাম অথবা সবগুলা এলবাম ডাউনলোড করতে চান তবে নিচের স্টেপগুলা আপনার জন্য...
১. ফেসবুক লগইন করে নিচের এড্রেস এ যান । নিচের স্ক্রীন-শটের মত log in with facebook এ ক্লিক করুন।
http://www.picknzip.com/' target='_blank' >picknzip
২. Allow বাটন এ ক্লিক করুন।
৩. তাহলে এই পেজ টা আসবে। আর আপনি আপানার ফ্রেন্ড এর নাম ,অ্যালবাম সিলেক্ট করে ডাউনলোড অপশন এ ক্লিক করুন।
এন্টিভাইরাসঃ
এবার একটু জানা জিনিস আবার বলি Avast 6 Home Edition License Serial key কি এর জন্য
আপনি avast.com/registration-free-antivirus
গিয়ে ফ্রম পূরণ করুন
২। আপনার ইমেইল এ আপনি এক বছরের জন্য লাইসেন্স কি পেয়ে যাবেন ।
৩। কি টা সেভ করে রাখুন যা আপনি অফ-লাইন রেজিস্ট্রেশান এর জন্যও ব্যাবহার করতে পারবেন।
পিসি :
এবার একটু পিসি............
........আপনি যদি নোটপ্যাড এ কিছু লিখেন তাহলে তা লিখার আগে F5 চাপুন দেখবেন timestamp চলে এসেছে।
.........আপনি যদি আপনার .pdf ডকুমেন্ট টিকে কথা বলাতে চান তবে নিচের টিপসটি আপনার জন্য...
১... .pdf ফাইল টি ওপেন করে কথা বলা অপশন টি activate করার জন্য ctrl+shift+y চাপুন
২। যদি আপনি পুরো ফাইলটি শুনতে চান তবে ctrl+shift+b
৩। আর যদি শুধমাত্র যে পেজ টি ওপেন করেছেন তা শুনতে চান তবে ctrl+shift+v চাপুন।
........পিসি র কথা বলব আর মুভি অরগানাইযার নিয়ে কথা বলব না তা কি হয়? যা আপনার পিসি এর মুভি কে বিভিন্ন ক্যাটাগরিতে সাজিয়ে দিবে। যেখান থেকেই আপনি মুভি দেখতে পারবেন। ড্রাইভ এ ঢোকার কষ্ট করতে হবে না।
getmoviemonkey
সফটওয়্যার টি ইন্সটল করার পর, file > import > আপনার মুভির ড্রাইভ সিলেক্ট করুন> তারপর ফোল্ডার সিলেক্ট করে > open click করুন। ও হ্যাঁ import করার সময় নেট কানেকশন বাধ্যতামূলক।
গুগল
আসুন এবার গুগল(যারে অনেক বেশী ভাল পাই) এর সার্চ ইঞ্জিন নিয়ে একটু মজা করি, গুগল মামুরে দিয়া আরেকটু কাজ করাই...
১।
ক্যালকুলেটর হিসেবে (228/4)+999*21-1082
কোন শহরের সময় জানতে time Dhaka
কোন শহরের সূর্যোদয় বা সূর্যাস্তের সময় জানতে sunrise Dhaka or sunset Dhaka
ইউনিট কনভার্ট করতে 20 lbs in kg 100 kilometers to miles
২।
অথবা আপনি নিচের যেকোন একটি গুগল এর সার্চ অপশন এ লিখুন তারপর I’m felling lucky তে ক্লিক করুন মজা দেখুন।
………Lol limewire
একইভাবে নিচের গুলো টাইপ করুন আশা করি মজা পাবেন।
......... google gravity
……..google sphere
............Epic Google
............Google Pacman
...............google loco
..................Rainbow Google
এবং একটি
এবার একটি chatbot এর ঠিকানা দিলাম। এটা কিন্তু আবার একটু রাগী। erotic কথা একটু বেশী মাত্রায় বললেই ,কথা বলাই বন্ধ করে দিতে পারে।
mousebreaker.com/games/chatbot