আজ থেকে অল্প কয়েক বছর আগেও আমাদের ক্রিকেট যখন পরাজয়ের রাহু গ্রাসে জর্জরিত ছিলো, যখন আমাদেরকে খেলতে হতো সম্মানজনক পরাজয়ের জন্য অথবা বড় দলগুলোর বিপক্ষে আমাদের কষ্টার্জিত সাফল্যকে বলা হতো দূর্ঘটনা, সেই দিনগুলোতে কি আমরা ভাবতে পেরেছিলাম, কোন একদিন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, পাকিস্তানের মত বাঘা বাঘা দলকে পেছনে ফেলে আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারবো? সত্যি বলতে, এমনটা ভাবা আমাদের পক্ষে ঠিক অনুকুল ছিলো না, তবে সকলের প্রচন্ড আত্মবিশ্বাস ছিলো যে একদিন আমরা সফল হবোই। সেই দিনের লক্ষ্যে আমাদের জাতীয় ক্রিকেট দলকে আমরা চোখবন্ধ করে সমর্থন করে গেছি, ক্রিকেটাররা আরো বেশি বেশি পরিশ্রমী করেছে, আমাদের ক্রিকেট বোর্ড সঠিক পরিকল্পনা গ্রহন করেছে এবং সাধ্যমত চেষ্টা করেছে সকল সুবিধা বৃদ্ধি করার। দলীয় এবং ব্যক্তিগত নৈপূন্যের একটি সমন্বয় গত কয়েক বছরে আমাদের ক্রিকেটে আমরা দারুনভাবে লক্ষ্য করেছি। ফলে সাফল্য ধরা দিয়েছে। বাংলাদেশ এই প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ। নিউ জিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে। র্যাঙ্কিংয়ে এগোনোয় ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার পথেও অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য। আমরা তোমাদের জন্য গর্বিত।
চলুন, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের কিছু ছবি দেখি। ছবি কৃতজ্ঞতা ক্রিকইনফো।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬