দেশের মাটিতে চতুর্থ ইনিংসে ভয়ংকর হিসেবে কুখ্যাতি আছে শ্রীলঙ্কার বোলারদের। পাকিস্তানের বিপক্ষে ১৬৮, ভারতের বিপক্ষে ১৭৬ রান করেও ম্যাচ বের করে নেয়ার ইতিহাস আছে তাদের। চতুর্থ ইনিংসে বাংলাদেশী ব্যাটসম্যানদের নৈপূন্যের কথা বিবেচনা রেখে যখন সকালে লংকানদের লিড ১৯০ রানে গিয়ে পৌঁছল, তখন সবাই কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলো। অজানা আশংকায়, দুরু দুরু বুকে প্রশ্ন ছিলো একটাই, ১৯১ রান আমরা করতে পারব তো?
হ্যাঁ প্রিয় পাঠক, বাংলাদেশের ঐতিহাসিক শততম ম্যাচকে কেন্দ্র করে আমাদের ক্রিকেটাররা আমাদেরকে হতাশ করেন নি। পুনরাবৃত্তি হয় নি লংকানদের স্বল্প পুঁজিতে জয়লাভের ইতিহাস। ২২ রানে দুই উইকেট পড়ে যাবার পর তামিম ও সাব্বিরের ১০১ রানের দুর্দান্ত জুটিতে বাংলাদেশের জয়ের ভিত্তিপ্রস্থত স্থাপিত হয়ে যায়। তামিমের বিদায়ের পর বেশি সময় টিকতে পারলেন না বড় জুটিতে তার সঙ্গী সাব্বির রহমানও। কিন্তু এই আউট শুধুমাত্র ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে উপভোগ্য এক ক্রিকেট ম্যাচে পরিনত করেছে, বাকি কাজ সমাপ্ত করেছেন সাকিব,মোসাদ্দেক এবং মুশফিক।
বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০