আমি এতোদিন ডেক্সটপের জন্য এলাকার ব্রডব্যান্ডের লাইন ইউজ করে আসছি।
এখন ল্যাপটপের জন্য মোবাইলের আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাই।
মোবাইলের ইন্টারনেট কখনো ব্যবহার করার প্রয়োজন হয়নি এতদিন তাই এ ব্যাপারে খোঁজখবর নেই নি এবং জানি কম।
গ্রামীনফোন এর আনলিমিটেড ইন্টারনেট কি আছে? থাকলে লাইন চার্জ কতো? আগে বিজনেস সলিউশন সিম এর সাথে ৮৫০টাকায় ইন্টারনেট পাওয়া যেত, সেই অপশনটাকি এখনো আছে? থাকলে কিভাবে নিবো?
গ্রামীনফোন ছাড়াও অন্য যেকোন অপারেটরের সাজেশন সাদরে আমন্ত্রিত।
আমি কম খরচে (যেহেতু ডেক্সটপের জন্য আলাদা লাইন আছে) আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাই।একটু ইনফরমেশন দিয়ে সাহায্য করলে ভালো হয়। অনেকেইতো মোবাইল ইন্টারনেট দিয়ে ব্লগিং করছেন। ভালো তথ্য একমাত্র ব্লগেই পাওয়া যাবে।