ভার্চুয়াল জগতে খুব সহজে আমরা অন্যের লেখালেখি পড়ার সুযোগ পাই। একটা একাউন্টে গেলেই পাওয়া যায় সাজানো আর্কাইভ। লেখক অন্যদের পড়ার উদ্দেশ্যেই লেখাগুলো প্রকাশ করেন, চুরি করে সেটা যখন কেউ নিজের নামে চালিয়ে দেন সেটা কী?
অন্যের প্রোফাইল ঘাটাঘাটি করা আমার খুব একটা হয়ে ওঠে না। যেতুকু সময় পাই সামনে পড়া লেখাগুলোতে চোখ বুলিয়ে যায়। তাই মোঃ মিজানুর রহমান মিরান যে আমার লেখা নিজের বলে চালিয়ে দিচ্ছেন সেটা প্রবাসী এক ছোট ভাই আমাকে জানায়। “এক মুঠো জোনাকি পাঠালাম তোমায়” শিরোনামের লেখা বডিকপি এবং “রাত জেগে অক্ষরের পর অক্ষর সাজিয়ে তৈরি করে চলেছি দ্বিতীয় জীবন” শিরোনামের সম্বোধন ‘রৌদ্রময়ী’ নিয়ে তিনি এক আবেগঘন পোষ্ট দেন নিজের ফেসবুক প্রোফাইলে। কি অবিশ্বাস্য প্রতিভা আপনার! লেখাটা পড়ে পাঠকের মন্ত্যবের জবাব গুলো যে দিয়েছেন সেগুলো বেশ উপভোগ্য ঠেকেছে। ঠিকি বলেছেন, জীবনটাকে একটু আগেই আপনি দেখেছেন, কী বলেন?
একটা লেখাতো মাহফুজ সাহেবকে রহমান সাহেব করে হুববু ছেপে দিয়েছেন। নারী দিবসে জুই নারকেল তেলের বিজ্ঞাপনের লেখাটা প্রথম দুই প্যারাগ্রাফ পরথেকে হুবহু কপি করেছেন। কোন লেখার পুরোটা কোন লেখার অংশ বিশেষ চুরি করেছেন।
কিভাবে পারেন মিজানুর রহমান, এইসব লেখা কপি পেষ্ট করে নিজের বলে চালিয়ে দিতে?
আপনি না ব্লগার! আপনি কেন লেখা চুরি করবেন?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০২