২১ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫১ নতুন আইলাম... নামে যে উদ্বোধণী পোষ্ট দিছিলাম তাতে সর্বসাকুল্যে কমেন্ট পড়ছিলো ১টি।
যাই হোক খুব সমাদরে স্বাগতম বানী না পাওয়ার পেছনে আমি দায়ী করবো আমার ভ্যাবলাকান্ত নিকটিকে। পেটব্যাথা বা নুপুর পড়া মেয়ে নিকে রেজিস্ট্রি করলে স্বাগতম বার্তা যে একের অধিক হতো সে ব্যাপারে আমি নিশ্চিত।
যাই হোক এই ১০০ পোষ্টের মধ্যে আমি নানা বৈচিত্রের পোষ্ট দেয়ার চেষ্টা করেছি।
এর মাঝে প্রধান সর্বাধিক
কবিতা ১৫ টি
দিনলিপি ১৩টি
টেকি বা বিভিন্ন ইনফরমেশন বিষয়ক ১১টি
বিভিন্ন টাইপ পোষ্ট ও সংখ্যা:
মোট পোষ্ট ৯৯টি
মোট কমেন্ট ২০৯৯ টি (যার মধ্যে অর্ধেক আমার রিপ্লাই)
মোট প্লাস ৬০৩টি
মোট মাইনাস ৪৭টি
বিভিন্ন টাইপ পোষ্ট ও গড় কমেন্ট:
সর্বাধিক কমেন্ট:
দীর্ঘ বার বছরের সম্পর্ক ব্রেকআপ করে ফেললাম ১২৭ টি
সর্বাধিক প্লাস:
প্রেমিকদের জন্য টিপস: কিভাবে সম্পর্ক উষ্ণ রাখবেন........... ৩৬টি
সর্বাধিক মাইনাস:
আপনি কেন ইসলামী অনুশাসন মেনে চলেন:
তবে আমার ব্লগের পরিসংখ্যান দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারছি যে....সামুর ব্লগাররা কবিতা, সাহিত্য, তথ্য, টেকনিক্যাল পোষ্টের চেয়ে ক্যাচাল পোষ্ট, রম্য পোষ্ট, আস্তিক-নাস্তিক, গসিপ,ন্যাকা ন্যাকা পোষ্ট বেশি পছন্দ করে।
এর কারণ হিসেবে আমি বলতে পারি সিরিয়াস/স্ট্রেসফুল লাইফ থেকে অবসরে ব্লগে বসে আবার সিরিয়াস বা নার্ভে নেয়ার মতো লেখা পড়তে বেশিরভাগ ব্লগারই পছন্দ করেন না। হালকা, লঘু, মজার, হাস্যরসাত্মক,ক্যাচাল ধর্মী পোস্টই তারা বেশি বেছে নেন।
হ্যাপি ব্লগিং......................
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৪