



অর্কিড কে ছিলেন জানেন? অর্কিড ছিলেন নিম্ফ ও স্যাটার(এক ধরনের অর্ধপশু)-এর সন্তান। এক উৎসবের রাতে পানমত্ত অবস্থায় তিনি আক্রমন করেন মঠের এক সন্নাসীনিকে।এতে ক্ষিপ্ত মঠের অন্যন্য সন্নাসীরা তাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেয় পৃথিবীতে। তার পিতা দেবতার কাছে প্রার্থনা জানালে, দেবতারা অর্কিডের দেহাংশবশেষ থেকে সৃষ্টি করেন অনিন্দসুন্দর অর্কিড ফুল।
গ্রীক পুরানে অর্কিডের উল্লেখ থেকে নিঃসন্দেহে বোঝা যায়, অতিপ্রাচীনকাল থেকেই অতিপ্রাকৃতিক এবং অর্নামেন্টাল উদ্ভিদ হিসেবে অর্কিডের পরিচয় ছিল। প্লেটোর শিষ্য উদ্ভিদাবজ্ঞানের জনক থিওফ্রাস্টাস orchis নামে যে গোত্রের উল্লেখ করেন, তা এখন Orchidaceae নামের বিশাল ফ্যামিলিতে পরিনত হয়েছে।এখন সারা বিশ্বে অর্কিডের প্রায় ১৭০০০ থেকে ৩৫০০০ প্রজাতি আছে।
বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াস তার Eki-koy গ্রন্থে ‘ল্যান’ নামে যে উদ্ভিদের কথা বলেছিলেন, সে ছিল আসলে কোন কোমল ফুলেল অর্কিড।
বাসায় অর্কিডের যত্ন:
সারা বিশ্বে অর্কিডের তুমুল জনপ্রিয়তা অন্যতম কারন হচ্ছে এর ফুলের অপার্থিব সৌন্দর্য।তাই,বেশির ভাগ শৌখিন অর্কিডপ্রেমীর অভিযোগ থাকে যে, তার গাছে ফুল আসছে না। আসলে সপ্তাহে দু-তিন বার পানি দিয়েই ফুল আশা করাটা অন্যায়।অর্কিডেরও প্রয়োজন রয়েছে যত্ন ও পরিচর্যার।এ প্রসঙ্গে ন্যাশনাল হার্বেরিয়ামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মাহবুবা খানম জানালেন,’প্রতিটি অর্কিডের নিজস্ব হ্যাবিচুয়েটেড ইনভায়ারমেন্ট আছে। তাই প্রথমেই জানতে হবে, যে অর্কিড আমরা পালন করছি তার সঠিক জাত,শ্রেনী ও অন্যান্য বিষয়াবলী।যেমন: ইপিফাইড বা লিথোফাইট শ্রেনীর অর্কিড জন্মায় পাথর বা গাছের কান্ডে।আবার,পচনশীল বস্তুতে জন্মায় সেপরোফাইড জাতের অর্কিড।আবার, মাটিতে হচ্ছে টেরিষ্টিয়াল গোত্রের অর্কিড।সুতরাং, কোন অর্কিডকে প্রথমেই তার নিজস্ব পরিবেশ নিশ্চিত করতে হবে।’

আর্কিডে পানি দেয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে।কারণ,অতিরিক্ত পানিই আপনার প্রিয় অর্কিডকে হত্যা করতে পারে। সাধারনত,পানি দেয়ার সময় অর্কিডের গোড়ায় যেন পানি জমে না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। স্প্রে করে পানি দিলে সবচেয়ে ভালো হয়।এছাড়াও, নরম স্পঞ্জ পানিতে চুবিয়ে শিকড় শুধুমাত্র ভিজিয়ে দেয়া যেতে পারে। পানি দেয়ার সাধারন নিয়ম হলো, ৬ ইঞ্চি পটে সাতদিন ও ৪ ইঞ্চি পটে ৫ দিন পরপর পানি দিন। স্প্রে করে পানি দেয়াটা সবচেয়ে ভালো। এ প্রসঙ্গে DEBTEC(Development of Biotechnology & Environment Conversation Center)-এর প্লান্ট বায়োকেমিস্ট ড:ফেরদৌসী বেগম জানালেন, ’যে পাত্রে বা বাস্কেটে অর্কিড রাখা হবে সে পাত্রটিতে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।ভালো হয় বাঁশের হালকা বাস্কেটে করে ঝুলিয়ে দিলে। চিকন রডের তৈরী শেলফেও রাখা যাবে।এতে বায়ূ চলাচলে সুবিধা হবে।
চলবে..........................(বিশাল লেখা)
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০২