এখানে তারাভরা আকাশের নিচে
নিঝুম অন্ধকারে পৃথিবী শুয়ে আছে নিস্তব্ধতার কোলে
মিটিমিটি তারার নিভু আলোয়
এই নিশ্ছিদ্র আঁধার কেবল সত্য -
বাদবাকি .........সব মিছে।
এখানে রাত্রির নিস্তব্ধতা ভেঙ্গে
জোনাকি পোকার ডাক ,
কোথায় যেন বলে পৃথিবীরও আছে প্রাণ
আছে তার স্বপ্ন , আছে বাতাসের মত নিঃশ্বাস ,
আছে তার জীবন্ত মাটির ঘ্রাণ
কেবল আমার পৃথিবী তলিয়ে গেছে রাত্রির আঁধারে
এক পরাজিত মানুষের মত
সাথে নিয়ে তার সব স্বপ্ন
সাথে নিয়ে হাসি-কান্নার জলছবি
কোন অনন্ত গহীন সাগরে
কোন অতল কৃষ্ণ-গহ্বরে ।
এখানে তারাভরা আকাশের নিচে
মাটির উপরে একা দাঁড়িয়ে
আমি শুনতে পাই পৃথিবীর হৃদস্পন্দন
আমার সমস্ত ইন্দ্রিয় উত্কর্ণ
আমার হারানো পৃথিবীর স্পন্দন
শোনা যায় কি কোথাও ?
যেন এই মর্ত্যের পৃথিবীতেই
কোথাও জেগে আছে তার প্রাণ
তার সুগভীর নিঃশ্বাস বাজাবে বাঁশি
আঁধারের জাল ছিঁড়ে জেগে ওঠা সূর্যের মত
তার সমস্ত আলো মিশে যাবে আমার হৃদয়স্পন্দনে
আবার সে হবে আমার গান
এখানে তাই অবরুদ্ধ তমসায়
শূন্য রাত্রিতে জেগে একা বসে থাকি
বিবর্ণ স্বপ্নের সব রং ধ্বংসের পোড়োজমি থেকে
ইন্দ্রধনু হয়ে উঠে আসার প্রতীক্ষায় ---
আমি প্রস্তরময় এই পৃথিবীতে
বিমূর্ত ভালবাসার ছবি আঁকি
তারপর একদিন-- সেই ভালবাসাটুকু রিক্ত হয়ে গেলে
যেন নিদ্রাহীন স্বপ্নের মত
অবশেষে শূন্য হয়ে যাবার ক্ষণে
জলে নয়, অন্তরীক্ষে নয়,
সেই গভীর শূন্যতা কে দেখি দুচোখ মেলে
আমারই হৃদয়ের দর্পণে ।