ব্যান্ড সংগীত কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে?? নূতন কোন ব্যান্ডের নাম তো আর শুনি না। ব্লুটুথ ইনফ্রারেডের যুগে, যখন মোবাইলের মেমরি ছিল ১২৮, ২৫৬ এমবি। তখন মোবাইল ভর্তি থাকতো গানে। বন্ধু বান্ধবের প্লেলিস্ট কপি করলেই সেই সেই গান। গান রাখার জায়গা থাকতো না। মেমরি ফুল হলে পুরাতন দুই একটা ডিলিট করে নূতন দুই একটা ভরতাম। আমার প্রথম মোবাইলে ব্লুটুথ ছিল না। ইনফ্রারেড ছিল। অনেকের ইনফ্রারেড ছিল না। আমার বন্ধু এর ছিল। তাই অনেক গান আগে ওর মোবাইলে ব্লুটুথে নিতাম। তারপরে আমার মোবাইলে ইনফ্রারেডে। বিরক্তির এক শেষ। তাতে কি???
এখন মোবাইলে ২৫৫ জিবি মেমরি। একটা গান ও নাই। প্লেলিস্ট ও নাই। ইউটিউব আর স্পটিফাইতে পুরাতন গান গুলা এখনো শুনি। কিন্তু ওইসব প্লেলিস্টে মন ভরে না।
আর ছিল এফ এম, আমার কলেজ ছিল বাসা থেকে অনেক দূরে, বাসে যাবার সময় কানে হেডফোন গুজে এফ এম ছেড়ে দিলেই হতো। মনে হতো কলেজ আর একটু দূর হলে আরো ভাল হতো। কলেজে মোবাইল ছিল নিশিদ্ধ। লুকিয়ে রাখতাম।
কেউ কি এখন এফ এম শুনে?? কেউ কি এখন গান শোনে। বস্তি মার্কা কিছু গান এখন ভাইরাল হয় শীট হেডেড পিপলদের জন্য।
এখন ছেলেমেয়েরা কি ওই শোনে?? নাহলে ভাইরাল হয় কিভাবে। ভাল গান কি এখন আর হয় না। পোলাপাইন কি এখন আর ব্যান্ড বানায় না?? আগে তো আমাদের কলোনীতে বিয়ে তে যে কোন উৎসবে ব্যান্ড ছিল মাস্ট একটা বিষয়। চিটাগাং ব্যান্ডের রাজধানী। কই এখন সব।
হোয়াটেভার, কারো যদি ভালো গানের প্লেলিস্ট থাকে প্লিজ শেয়ার সাম।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২২