এরা আসলে কারা?? যারা বিভিন্ন রকমের থিউরি দিয়ে বেড়াচ্ছে উচ্চ তাপমাত্রায় করোনা বাঁচে না, এলকোহলের ভেপর নিলে করোনা আরোগ্য হয়, উচ্চ তাপমাত্রার বাস্প ভাপ নিলে করোনা আরোগ্য হয়।
আর সেই হুজুর গুলা কই, যারা বলেছিল করোনা মুমিন মুসলমানের দেশে আসবেনা,
যখন বিধর্মী দেশে করোনা ছিল তখন তা ছিল আজাব, আর যখন মুমিনদের দেশে আসলো তা হয়ে গেল রহমত, আর পরীক্ষা।
আমরা আসলে যতটুকু জানি তারচেয়ে বেশী বলার চেস্টা করি। উৎসাহ খুব ভাল জিনিশ অতি উৎসাহ ভাল নয়। বাংগালী আরবি জানেনা, এইসকল হুজুরেরাই আমাদের ধর্ম শিক্ষা দেয়, তারা করোনা সম্পর্কে যেরকম আজগুবী কথা বার্তা বললো, ধর্ম সম্পর্কেও কি তারা এমনই কথা বার্তা বলে। এরা কি আসলে আমাদের ঈমান নিয়ে খেলছে ?? তেমনি এইসকল উচ্চশিক্ষিত স্যারেরা আমাদের যে শিক্ষা দেয় তা আসলে কতটুকু সঠিক?? শিক্ষা যেহেতু ইংরেজী বাংলায় আসে তাই ক্রসচেক করতে পারি, ধর্মের ভাষা আরবী, সেইটা ক্রস চেক করার উপায় কি??
এইসব গন্ডবাল হুজুরেরা ধর্মটাকে যেমন বিরক্তি আর হাসির পাত্রে পরিনত করছে, তেমনি এইসকল তথাকথিত উচ্চশিক্ষিতরাও শিক্ষা জিনিশটাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। দেবী শেঠী নাকি আজকে বলেছেন কাপড়ের মাস্ক নিরাপদ। আমার বিশ্বাস দেবী শেঠী এই বক্তব্য দেননি। আর যদি দিয়ে থাকেন তাহলে উনিও উপরোক্ত দলভুক্ত।
আল্লাহ আমাদের মাফ করুন, আমরা সবাই যেনো সুস্থ থাকি এই দোয়া করি।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:১২