IMDB rating 7.7
অসাধারণ একটা মুভি। একদম টানটান উত্তেজনায় ভরপুর একটি মুভি। দেখা শুরু করলে না শেষ করে উঠাই যাবে না। মুভিটি Juan নামের একজন প্রিজন অফিসারকে নিয়ে। চাকরীতে সে নতুন জয়েন করেছে। একদিন হঠাৎ সেই জেলে কয়েদিরা হামলা শুরু করে এবং জেলটি দখল করে নেয়। Juan ভিতরে আটকে যায়। ভয়ংকর এই কয়েদিরা তার পরিচয় জানতে পারলে তাকে মেরেই ফেলবে। কি করবে এখন সে ?? বাধ্য হয়ে সে নিজেও কয়েদি সেজে যায়। শেষ পরিণতি তাহলে কি লেখা আছে ??? অবশ্যই দেখার মতো মুভি।
Torrent download link
Mediafire pass: gblog85.blogspot.com
All links: Links
Trade (2007)
IMDB rating 7.5
আরেকটি অসাধারণ মুভি। অনেকেই মনে হয় দেখে ফেলেছেন। না দেখে থাকলে দেখে ফেলুন। মুভির প্রথম অংশের গল্প মেক্সিকোতে। ছোটবোন Adriana ও মাকে নিয়ে Jorge এর সুখের সংসার ছিলো। হঠাৎ করেই রাস্তা থেকে আদরের ছোটবোনকে নারী পাচারকারীরা তুলে নিয়ে যায়। আমেরিকায় নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দিবে। পরের অংশ আমেরিকায়। ছোটবোনকে উদ্ধার করতে Jorge একলাই আমেরিকায় চলে আসে। পথে পরিচয় হয় অফিসার Roy এর সাথে। Roy রওনা হয় Jorge কে নিয়ে ছেলেটার ছোটবোনকে উদ্ধার করতে। এরপর শুধু টানটান উত্তেজনায় তাদের অভিযান দেখে যান।
Torrent download link
An American Crime (2007)
IMDB rating 7.3
এই মুভিটা কিন্তু সত্য ঘটনার উপর নির্মিত। এই মুভিটা অনেকের সহ্য নাও হতে পারে। বেশ কিছু অসহ্য ভায়োলেন্সের দৃশ্য আছে এই মুভিতে। আমেরিকায় ১৯৬০সালের দিকে এক সাইকো মহিলার হাতে বাসায় আটকে রেখে অন্য মেয়ের উপর ভয়ংকর নির্যাতনের ঘটনা এবং এর পরবর্তী আসল ঘটনা নিয়ে সম্পূর্ণ মুভিটি। নির্যাতনের দৃশ্যগুলো খুব ভয়ংকর এবং ছোট মেয়েটির কষ্টগুলো খুব খারাপ লাগে দেখতে। আমেরিকার খুব ঘৃণিত অপরাধের ঘটনাগুলোর মাঝে এই কেসটিও আছে।
Mediafire pass: 300mbfilms.com
Links: part 1 part 2 part 3 part 4
Cold Fish (2010)
IMDB rating 7.2
সিরিয়াল কিলারপ্রেমী মুভি প্রেমিকদের জন্য আরেকটি মাস্ট সি। আবারো হাজির সিরিয়াল কিলার এবং ভায়োলেন্সের এক উত্তেজনাপূর্ণ রাইড। এটা জাপানিজ মুভি। মুভির শুরুটা হবে কিন্তু খুব সাধারণ একটি মাছের দোকান দিয়ে। কিন্তু অনেক গোপনীয় ও ভয়ংকর ঘটনা জড়িয়ে আছে এই দোকানের ভিতর। ব্যাপক রক্তারক্তি ও ভায়োলেন্স আছে কিন্তু মুভিতে। আছে চমকে দেবার মতো টুইস্ট। সিরিয়াল কিলার মুভিপ্রেমীরা অবশ্যই দেখবেন।
Mediafire pass: mediafire4u.com
Links: part 1 part 2 part 3 part 4 part 5
Sin Nombre (2009)
IMDB rating 7.6
অসাধারণ আরেকটি মুভি। Sayra নামের একজন মেয়ে অনেকদিন পর তার বাবার সাথে দেখা করার জন্য ট্রেনে করে যাচ্ছিল। আবার Casper ও Mago হলো গ্যাংস্টার। Casoer একটি মেয়েকে পছন্দ করতো। কিন্তু Mago সেই মেয়েটিকে মেরে ফেলে। যাইহোক Mago এবং তার দলবল নিয়ে ট্রেনটিতে হামলা করে। Casper তখন Sayra এর জীবন বাচায় এবং Magoকে মেরে ফেলে। তারপরই বেঈমান Casperকে মারার জন্য তাদের দলনেতা El Sol তার দলের ভয়ংকর খুনীকে পাঠায়। শুরু হলো অনেক উত্তেজনাময় এক যাত্রা। ভায়োলেন্সে ভরা সেই রাইড। বাচা-মরার লড়াই। এই মুভিটা না দেখলে মিস হবে। একবার দেখা শুরু করলে দমবন্ধ হয়ে দেখতে থাকবেন এবং দেখা শেষ না করে উঠা অসম্ভব।
Torrent download link
Elite Squad (2007)
IMDB rating 8.0
এটা ব্রাজিলের মুভি। একদম হতবাক হয়ে গিয়েছিলাম মুভিটা দেখতে বসে। ওরা যে এত ক্লাসিক মুভি বানায় জানতাম না। পুরোটো মুভি জুড়ে থ্রিল/অ্যাকশন তো আছেই আবার পলিটিক্যাল ব্যাপারও আছে। ব্রাজিলের স্পেশাল ফোর্স ‘BOPE’। দূর্ধর্ষ কিছু অফিসার তাদের। একেবারেই অন্যরকম তাদের সেই ট্রেনিং মুভিতেও দেখানো হয়েছে। বিপদজনক সব অপারেশনে তাদের ডাক পড়ে। হঠাৎ ‘Pope’ ব্রাজিলে সফরের ঘোষণা দেন। তখন এই গ্রুপের উপর ব্রাজিলের সবচেয়ে ভয়ানক ড্রাগ ডিলারদের ধ্বংস করার মিশন দেয়া হয়। জীবনের সবচেয়ে ঝুকিপূর্ণ মিশনে তারা নেমে পড়ে। ভাষায় প্রকাশ সম্ভব হবে না এই মুভিটির মুগ্ধতা। অসাধারণ এবং অসাধারণ। অবশ্যই দেখবেন।
Mediafire pass: hnmovies.com
Links: part 1 part 2 part 3 part 4
Elite Squad: The Enemy Within (2010)
IMDB rating 8.2
প্রথমটি দেখে চরম মুগ্ধ হবার পর নেটে খুজে দেখি এই মুভির ২য় পর্বও আছে এবং সেটি নাকি ১মটির মতোই অসাধারণ। কোন কথা নাই। নামিয়েই দেখা শুরু করলাম। আবারো মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ এবং আবারো অসাধারণ। ১ম পর্বের প্রায় সবাইকেই পাবেন। কিন্তু এবার ১৩বছর পরের ঘটনা। আগের পর্বের সাহসী সেই অফিসারদের পিছনে অনেক বড় মানুষেরা ষড়যন্ত্র করে নানা অপরাধে তাদের ফাসিয়ে দেন। তাদের উপর এইজন্য অনেক শাস্তিমূলক পদক্ষেপ আসে। মুভিতে আরো পাবেন নতুন ড্রাগ ডিলারকে। এবার সে আরো বেশী শক্তিশালী। অসাধারণ মেকিং একটা মুভি। ১ম এবং ২য় পর্ব দেখে অবশ্যই অসাধারণ লাগবে গ্যারান্টি দিলাম। দুটো মুভিই না দেখলে পস্তাবেন।
Mediafire pass: 300mbfilms.com
Mediafire links: পার্ট ১ পার্ট ২ পার্ট ৩ পার্ট ৪ পার্ট ৫
Timecrimes (2007)
IMDB rating 7.2
একেবারে অসাধারণ। একদম পারফেক্ট থ্রিলার। এরকম থ্রিলার মুভি অনেকদিন পর দেখলাম। সাইফাই এর কিছুর মিশ্রণও কিন্তু আছে। Hector নামের একজন সাধারণ লোক। হঠাৎ একদিন এক লোক হাতে কাচি নিয়ে তাকে মারতে আসে। Hector ভয় পেয়ে যায়। মুভির মজা মাত্র শুরু। বেশী কিছু বলতে চাইছি না। কারণ মুভিটিতে অসাধারণ একেবারে বোকা বানিয়ে দেয়া টুইস্ট আছে। আমি পুরো বেকুব হয়ে গিয়েছিলাম টুইস্টে!!! যারা থ্রিলার এবং টুইস্ট মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য একদম মাস্ট সি। এনজয় করবেন বলে আমার বিশ্বাস।
একটা ঝামেলা লাগছে। আমি stagevu থেকে নামিয়ে ছিলাম। এখন লিংক ডেড দিচ্ছে। মিডিয়াফায়ার/টরেন্ট খুজেও পাচ্ছি না। stagevu দিয়ে রাখলাম। যদি পরে ঠিক হয়।
stagevu link
The Secret in Their Eyes (2009)
IMDB rating 8.2
আরেকটি অসাধারণ থ্রিলার মুভি। একেবারে টানটান থ্রিলার মুভি। এইসব থ্রিলার মুভিগুলো দেখতে যে কি ভালো লাগে!!! দেখতে বসলে একেবারে দমবন্ধ করে বসে দেখতে হয়। আসল ঘটনা কি?? শেষে কি হবে?? না জানার আগে শান্তি নাই। একজন অবসর প্রাপ্ত লিগ্যাল অফিসার Benjamin অবসরের পর তারপর পুরনো এবং আলোচিত একটি সলভ হওয়া কেস নিয়ে একটি বই লিখতে যায়। কিন্তু একটু গভীরে যাবার পর বুঝতে পারে এতদিন সবাই যা জানতো সেটা হয়তো ভুল!!!! একদম থ্রিলে ভরা রাইড তারপর। মজা পাবেন গ্যারান্টি দিতে পারি।
Mediafire pass: anymediafire.Secret
Links: part 1 part 2 part 3 part 4
Let The Right One In (2008)
IMDB rating 8.0
এটা অবশ্য ফ্যান্টাসি মুভি। অনেক ভ্যাম্পায়ার মুভি দেখেছি জীবনে। কিন্তু এই মুভিটাকে সবচেয়ে সেরা হিসেবে আমি ঘোষণা করলাম। Twilight টাইপের মুভিগুলো এই মুভির ধারেকাছেও দাড়াতে পারবে না। একেবারে অন্যরকম এক গল্প। ১২বছরের একটি ছেলে জীবনে প্রথমবারের মতো একটি মেয়ের প্রেমে পড়ে। কিন্তু সেই অল্প বয়সের না বুঝার জীবনেই আবিষ্কার হয় সে যে মেয়েটির প্রেমে পড়েছে মেয়েটি এক ভ্যাম্পায়ার। ভয়ংকর মেয়েটির স্বভাব। মানুষের রক্তই তার খাবার। দেখতে থাকুন তারপর। একেবারেই অন্যরকম রোমান্চকর মুভি। খুব ভালো লাগবে আমি নির্বিদ্ধায় বললাম। না দেখে থাকলে বেশ ভালো মানের একটা মুভি মিস করছেন। Twilight মুভির সাথে এই মুভিকে একদম মিশাবেন না। আকাশ-পাতাল তফাত। পিচ্চিদুটোর অসাধারণ অভিনয় মনকে ব্যাপক নাড়া দিয়ে যায়।
Torrent download link