কষ্টের অনলে পুড়ে হলাম ছাই,
তাইতো আমার প্রতি তোর কোনো মায়া নাই ।
আপনাকে পর করে তোরে করে নিলাম আপন,
তাইতো সখি তুই আজিকে আমায় করে দিলি জিন্দা দাফন ।
চোঁখের জলে খরা নদী হয়ে গেল সাগর,
তাইতো প্রিয়া আজিকে তুই হয়ে গেলি আমার পর ।
তোরই কারনে আজিকে আমি জিন্দা লাশ,
কেমনও করিয়া করিলে তুই আমার এমন সর্বনাশ?
তোরই কারনে গভীর রজনীতে বুকে বহে হাহাকার,
ওরে ও প্রিয়া তুই কি ফিরে আসবিনা আর?
তোকে নিয়ে আমি কতো স্বপ্নের জাল বুনি,
প্রেয়সী তোর সেই মিষ্টি কন্ঠ আমি এখনও শুনি ।
ওরে তুই বড় পাষান,তুই বড় বেঈমান,
করিসনে করিসনে প্রিয়া তুই আমায় আর অপমান ।
অনেক সুখে আছো তুইযে,
আর আমি এখন বিছানাতে ।
আর কতকাল ধোকা দিবি তুই আমারে?
তোর কথা মনে পরে এই হৃদয়ে বারেবারে ।
যাহোক সুখে থাকিস তুই এপারে,
আমিতো চলে যাচ্ছি পরপারে ।
যদি পারো দেখে যেও আমার কবর,
সুখে থেকো প্রিয়া আমার রাত যে আর হবেনাকো ভোর ।
নতুন করিয়া নিতে হবেনা আর আমার কোনো খোঁজ খবর,
তোর প্রতি বিন্দুমাত্র আমিতো করিনি কোনো জোর ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮