৫২'র ভোর একুশটা যে ,
হঠাৎই উঠিল কাঁপিয়া ।
বুলেট আর তাজা রক্তের সুর,
চারিদিক থেকে আসে ভাসিয়া।
ইতিহাস শুধোয় আমায়,
জানো -হে পথিক তাদের ঝরিল কেন হে প্রাণ?
নিজেরে বিলায়েছে রাখিতে,
এই ভাষার মান।
কাঁদিছি আমি ভাবিয়া,
কহিছি বাংলার সাথে ইংরেজি, হিন্দি, উর্দু , উড়িয়া।
তারা কি প্রস্তুত ছিল দেখিতে ইহার ফল?
আমার চক্ষু কোমল আসিছে ভাসিয়া দুনয়নের জল।
চলো -হে নবীন চল,
ভাষার জন্য আবারো চলো যুদ্ধে ।
দেখিব আছে কার হিম্মত,
আমার মায়ের ভাষার স্বকীয়তা রুদ্ধে ।
শুদ্ধতা পাক ভাষার চর্চা,
সেই প্রতিধ্বনি যাক বহুদুর ভেসে।
তবেই শুনব ওপাড় থেকে,
রফিক, শফিক, বরকতরা আনন্দে উঠিল হেঁসে।
-----------------------------------------------------------
© নিত্যন চক্রবর্তী।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫১