- কি করছো ?
- গল্প পড়ছি।
- কি গল্প।
- আজো ভালবাসি। '
- কাকে?
- গল্পের নাম।
- ও। আচ্ছা।
- তোমার শেষ ইচ্ছে কি?
- শেষ ইচ্ছে? আমি কি মরে যাচ্ছি ? বলে ও কি লাভ ? পূরণ হবে না।
- আচ্ছা, বলো তোমার জন্য আমিই না হয়.....
- আমার ভীষণ ইচ্ছে সমাজটাকে এমনভাবে গড়ে তোলা যেন মেয়েরা মাঝ রাতেও কোন পুরুষ ছাড়া রাস্তায় একা বেরোতে পারে স্বাধীনভাবে। এই যে মা-বাবার ভয় মেয়ে বাড়ি থেকে বেরুলে জানি কখন ফেরে, কিছু যেন না হয় । এই কাপুরুষ জীবগুলোর থেকে এই ভয়টা যেন না থাকে।
- দীর্ঘ নিঃশ্বাস।
- কিন্তু দুঃখ । কখনো এমনটা হবে না।
- পরিবর্তন আসুক ।
- হোপ, যেন কখনো না কখনো আসে।
- আসা উচিত ।
- অবশ্যই আসা উচিত। প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো মেনে নেয়া ভীষণ কষ্টকর।
- তোমরা গর্জে ওঠো। প্রতিবাদ হোক ।
- সেই সাহসটা কোথায়?
- পরিবার।
- আচ্ছাতুমিকিডিবেটকরতা?
- এটা কি লিখলেন?
- এভাবে লিখলে স্পেস আর টাইম কম লাগে।
- কিপ্টে লোক।
- আমি কিন্তু সারটিফাইড কিপ্টে।
- এত্ত কিপ্টেমি করলে বউ চালাবেন কেমনে?
- তুমি জেনে খুশি হবা কিপ্টেমি একটা আর্ট ।
- সিরিয়াস্লি!
- হ্যাঁহ ।
- আপনি বউয়ের হাতে শিউর মাইর খাবেন।
- আমি মাইর খেতে চাই।
- লোকে কি বলবে?
- বউরা মারতে কখনো দেখিনাই। শুধু শুনেছি। আমার অনেক স্বপ্ন বউয়ের হাতে মাইর খাব।
- মানুষ স্বপ্ন দেখে বউ প্রচুর ভালবাসবে । আপনার স্বপ্ন বউ প্রচুর মারবে।
- মারলে যে ভালবাসবে না তাতো ঠিক না। ভালবেসেই মারুক।
- খুব জোরে হাসতে মন চাইছে।
- খুব জোরে হাসা উচিত।
- রাত না হলে হাসতাম।
- সকালে অবশ্যই মনে করে হাসবা।
- আচ্ছা।
- তুমি কখন রেগে যাও ?
- আমার রাগের বিশেষ কারন নেই। যখন রাগ আসে রেগে যাই। ইগনোর করা পছন্দ করি না। আমাকে কেউ অতিরিক্ত পরিমাণ খোঁচালে রেগে যাই।
- কখন অভিমান হয়?
- কোন কিছু নিয়ে আমায় ছোট করলে বা অপমান।
- প্রভাতের প্রথম সূর্য কেমন লাগে?
- দুই-একবার দেখেছি। অন্যরকম লাগে। নিজেকে শুদ্ধ মনে হয়।
- গোধূলি?
- সবচেয়ে পছন্দের।
- কুয়াশা ভেজা ঘাস ?
- সুন্দর । আহা! কেমন যেন একটা আলোড়ন দিয়ে যায়।
- আলতা পায়ে পিচ ঢালা কিংবা মেঠো পথ ?
- হাঁটার ইচ্ছে । তবে একা নয় প্রিয় কারো সাথে।
- নীল শাড়ি?
- জানেন আমার ভীষণ ইচ্ছে রুপা সাজার। একদম পুরো নীল রুপা।
- হাতে নীল চুড়ি কপালে নীল টিপ।
- একদম পূর্ণ নারী।
- কিছু চেয়েছিলে যা পাওনি? কিংবা গভীর নিঃশ্বাস ফেলো রোজ ?
- নাহ, ঠিক তেমনটা হয় নি। দীর্ঘ নিঃশ্বাস বেরোয়নি কিন্তু আপসোস হয়েছে। কিছু মানুষকে বিশ্বাস করায় কিছুটা আপসোস হয়। কিছুটা আপসোস হয় আমাকে হেলায় ফেলে রাখলে।
- সিদ্ধান্তহীনতায় ভোগো?
- প্রচুর। এখনো বুঝিনা কোনটা সঠিক। যা করেছি সঠিক কিনা কিংবা কারো উপস্থিতি আমার জন্য সঠিক কিনা।
- যা পেতে চেয়েছিলে কিন্তু পাওনি পেতে ইচ্ছে করেনা?
- পাওয়ার ইচ্ছে কার না থাকে? তবে না পেলে জীবনটা থেমে থাকবে এমনটা মনে হয়নি কখনো। পেলে ভাল না পেলে বুঝবো সেটা আমার জন্য নয়।
-----------------------------------------------------------------------------------
© উৎসর্গ করছি তাকে.......
#আত্মকথন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১