মনের ক্ষুধা মেটাচ্ছে কেহ,
কেউবা পেটের ক্ষুধায় ক্লান্ত।
মানবতা আজ লুটায়ে কাঁদিছে,
হায়! আমার বিধাতা কি জানত?
কেহ কি ছিল না তাকানোর?
ওই পথ শিশুর পানে।
মানবতা আজ ফেটে চৌচির,
পৈশাচিকতার বানে।
কত বেলা না কাঁদিয়া ফিরিছে,
চেয়ে দু-মুঠো অন্ন।
সীমান্তেতো আমারাই বাড়িয়েছি হাত ওই,
রোহিংগা শিশুর জন্য।
অন্যের ঘরে প্রদীপ জ্বেলে ,
নিজের ঘরটাই শূন্য।
এতেই নাকি স্বর্গে যাব,
করে ঢের পূণ্য।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৮