এভাবে হারিয়ে যাওয়ার কোন মানে হয়?
আমি তো বুকে পাথর চেপে বসেছিলেম।
এত অভিমান কিসের?
আমার আমিকে তো বুঝিয়ে ছিলেম বসন্ত আর আসবে না।
তুমি আবার ফিরে আসো,
আমি আর বসন্তের প্রতিক্ষায় প্রহর গুনব না।
আমি রাতের নিকশ কাল অন্ধকারে,
নিজেকে লুকিয়ে রাখব।।
একপেশে পাওয়ায় নাহি মেলে সুখ,
হারানোর ব্যাথায় পাচ্ছি আমি দুখ।
তোমার ব্যাথায় তন্দ্রাচ্ছন্ন আমি,
তুমি ঘুমাও, আমি তোমার চোখে তন্দ্রা হয়ে নামী ।
রাতের আকাশটা আজ বড্ড বেশী ক্লান্ত,
তোমায় যে এভাবে হারাতে হবে সে কি কখনো জানত?
সকালটা হোক তোমায় দেখে, হাসুক আমার চিত্ত,
তুমি ফিরবে আবার এই ভেবে প্রকৃতিরাও করুক নৃত্য ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২০