নিশিথে জাগিয়া - আকুল হইলাম রাঁধে আমি তোমারও লাগিয়া।
ওগো রাঁধে চাও না ফিরিয়া ............
ও রাঁধে গো… তোমারও লাগিয়া আমি বৃন্দাবন সাজাইলাম।
তোমার গুণ গাইবার লাগি আমি পড়লি শিখিলাম।
ওগো রাঁধে চাওনা ফিরিয়া ...............
ও রাঁধে গো… তুমি হইও প্রেম যমুনা - আমি হব নাইয়া।
তোমার ঋণ শোধ করিবো আমি নবদ্বীপে যাইয়া।
ওগো রাঁধে চাওনা ফিরিয়া .................
# গানটির দৃশ্যায়ন দেখুন - ভালো লাগবে।