১।
এই বৃষ্টিহীন বিমর্ষ দিন চলে গেলে আরো বিষন্নতা নামে,
আসন্ন সন্ধ্যার ছবি থেমে থাকে নদীর ওপাড়ে।
২।
প্রকৃতিতে একমাত্র বৃষ্টির হারমোনিয়াম ই ভিন্ন ভিন্ন সুরে বাজে,
টিনের চাল,বারান্দা,ছাদ অথবা জানলার কাঁচে!
৩।
এখনো বর্ষা মানে তুমি
এখনো বৃষ্টি গুলো তোমার স্মৃতি তে ঝরে
এখনো তুমি আমার সমস্ত অস্তিত্ব সমস্ত চরাচরে..
৪।
নিকটে এসো নিবিড়ে নিভৃত কোণে
বুকের সাজি মাটি যেখানে প্রতিমা গড়ে আলোছায়া ক্ষণে।
৫।
একটা মেঘ প্রস্তুতি নিচ্ছে বিস্তর।
সেই কখন থেকে সাজগোজ করছে ধূসর কালোর প্রসাধনে।
ভ্রমনের আগে সবার ই প্রস্তুতি লাগে!
৬।
স্বপ্ন ভাঙে, ভাঙে সব ভুল।
পৃথিবীতে কে চিরজীবী?
নদী সেও তো মরে ঝরে সব দুপুরের ফুল!
৭।
উড়ে ঠিক ই কাগজের প্লেন
কাগজের নৌকা ও জলে ভাসে
এক উড়ে না কাগজের পাখি
শুধায় শুধু, প্রাণ কি দিতে জানি?
৮।
জানি বড় ক্ষয়িষ্ণু এ বালিয়ারি
ঢেউ এলেই বেরিয়ে পড়বে ঝাউ এর শিকড়, মৃত গাঙচিলের ধবধবে হাড়,
তবুও আমরা বালুতে লিখেছি নাম
ঝিনুকের খোলে কিছু স্মৃতি আজ সমুদ্রে পাঠালাম।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬