আপনি কি বিষাদের কথা বলছেন,
জমানো ক্ষত, শুকিয়ে যাওয়া দাগের চিনচিনে স্পর্শ ব্যথা র?
-স্বভাবতই করুণ শোনাবে মাঝরাতে কেঁদে ওঠা একটি বেহালার।
আপনি কি বিষণ্ণতার কথা বলছেন,
নীরবতা যেখানে অর্থ পেয়েছে সহস্র অনুচ্চারিত অক্ষরে?
-এমন টি হতেই পারে দুপুরের জানালায় ঝুকে আসা শ্রাবণে।
আপনি কি দুঃখের কথা বলছেন,
যা কেবল মাপা যায় স্বপ্ন আর স্মৃতির স্কেলে?
আপনি কি এতোক্ষণ প্রেমের কথা বলছেন?!