তোমার হাসি আমার ভাবনায় দাঁড়ি বসায়।
তোমার শরীরের বাক বিরামচিহ্ন হয়ে আমায় মোহিত করে।
আবেগ হয় স্রোতস্বিনী নদীর মত।
তুমি যতই ফারাক্কার বাঁধ বসাও কাজ হবে না,
আমার শরীরে হিরোশিমা বোমার উত্তাপ।
টের না পাওয়ার বাহানাটা কমা হয়ে মিলিয়ে যাবে, আমার কাছে। বিশ্বাস করো।
আমার মর্মবেদনা বুঝতে পারার মত মন তোমার নেই।
হবে না কখনো। হবে না।
কোলন হয়ে আমার দীর্ঘশ্বাস নিরুদ্দেশ হয়।
আমি তোমার প্রতিটি ছলাকলায় বিরামচিহ্ন বসাতে চাই।
হয়তোবা একদিন তুমি সেই দীর্ঘশ্বাসটাকে খুঁজে পাবে।
ততোদিনে পদ্মা শুকিয়ে যাবে।
আসবে না জোয়ার। হবে না জোছনা যাপন।
কাজে আসবে না তোমার অতি প্রিয় বিরামচিহ্ন।
তোমার দাড়ি, কমা, হাইফেন বনাম আমার কোলন।
বিরামচিহ্ন / নিশাত শাহরিয়ার
--৩০.০৫.২০১৩ ই
প্রথম প্রকাশ আমার নিজের ওয়েব সাইট - নিশনামা তে
ব্লগ এর উপর ব্লকের খড়গ খুলে দেওয়ার আনন্দে নিজের একটা কবিতা শেয়ার দিলাম। কেমন হল জানাবেন! ^_^
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২১