জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দিনাজপুর: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীকে চিঠির মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে শিবির।
গত ২৭ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর এ চিঠি পাঠানো হয়। কিন্তু জেলা প্রশাসক সাংবাদিকদের চিঠির বিষয়টি জানান সোমবার দুপুরে।
এ ব্যাপারে গত ২৯ ডিসেম্বর জেলা প্রশাসকের সহকারী কমিশনার (গোপনীয়) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার দিনাজপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দাখিল করেছেন (নং-১৮৮৪)।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর জেলা প্রশাসক একটি চিঠি পান। চিঠি খুলে জেলা প্রশাসক দেখেন, এক টুকরা সাদা কাপড়ের ওপরে লেখা রয়েছে ‘ডিসি সাহেব, আমি সজিব, পিতা-মিজানুর রহমান, মিনার মসজিদ। আমি শিবিরের সুইসাইড গ্রুপের। যদি ৭ দিনের মধ্যে জেলার নেতাদের ছেড়ে না দেন, তাহলে আমি বোমা দিয়ে আপনাকে মেরে ফেলবো। এটা কাফনের কাপড়, সজিব।’
চিঠির নিচে লেখা রয়েছে ‘মরলে শহীদ বাঁচলে গাজী, মিজা ছেলে সজিব এতেই রাজী।’
এ ব্যাপারে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বাংলানিউজকে বলেন, “আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে বিষয়টি অবহিত করেছি।”
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, “এ ব্যাপারে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
১. ৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩০ ০
সব শয়তানের চেলা