নিরাপত্তার দাবিতে দাবিতে উত্তাল হল দেশ
জ্ঞানি অজ্ঞানি সমস্বরে সেটারে; বলে গেল; বেশ বেশ
কতোশত ছটাক খুনে মাখামাখি করে; লাল হল রাজপথ
নানা মতামতে কুড়ালো কেহ কেহ রসালো অভিমত!
আমিও সে ধারায় লিখিলাম কিছু, দুঃখ লইয়া হৃদে
সহসায় আবার হারও মানিলাম; পেক্ষাপটের জিদে
কাছের কতিপয় মানুষও তখনই রাখিতে কহিল ভয়
দেখে যাবি শুধু প্রহসন তবুও, কিচ্ছু বলবার লয়।
এই অজুহাতে আমিও ভাবিলাম, যা হচ্ছে তা হোক
কি লাভই বা হবে ঘরে বসে শুধু করিয়া খোক খোক
পথিমধ্যে দেখিলাম আন্দোলনও প্রায়, রসাতলে গিয়ে সারা
বড় বড় মাথা লাইভে এসে প্রায়, বলে গেল দাড়া, দাড়া!
সবশেষে দেশ ঠান্ডা আবারো, রাজপথে ফের গাড়ি
আগের মতোই যাত্রীর লোভে চলছে পারাপারি
বিদ্রোহ ছেড়ে আবারও কবিরা প্রেমেতেই মশগুল
বিদ্রোহীরা ঘরে বসে আজ গুনে মরুক ঠিক-ভুল।।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২১