আবেদনময়ী এবং সুন্দরী
দুটো শব্দই বেশ কাছাকাছি বটে
প্রথমটাই যেমন চাঞ্চল্যতা ফেলে মনে
দ্বিতীয়টা সেথায় ভাবুকের ভাবনায় মেলে ডানা
ক্ষণে প্রতিক্ষণে সমুদ্র তটে।
কামনার আগুনে দাহ হয় দেহ
টেনে আনে চোখের উদগ্রিবতার নেশা
রক্ত কণিকায় যেন তা, অগ্নিকণা মেশা
বিপরিতে সুন্দরে শিতলতা ছড়ে মনে
প্রেমাবেগ আসে, কখনো তা ভাসে
ধণি, গরিব, সর্বজনে।
কামনাতেও থাকে ভালবাসা-বাসি
থাকে দেহে দেহে মিশে যাওয়া যাওয়ি
ঠোঠে ঠোঠ ছুয়ে নেওয়া উষ্ণ চুম্বনি ছাপ
কিন্তু সেতো ছিল আরো অনেক পরে
সবশেষ ধাপ।
তবে যে..
মনে মন আঘাত করিবার আগে
দেহের ভাগ প্রতি ভাগে
টেনে ফেরাও আঁখি দুই, বার প্রতিবারে
মনের চেয়ে শরীরের ভাজে বাঁধো
বাঁধো কতো অভাগারে!
তাইতো ওরা ফিরে আসে
বড় ব্যথা নিয়ে শেষে
বাঙালী না পেয়ে, পেয়েছে তোমায়
ইংরেজের বেশে, অবশেষে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩