ঘুটঘুটে আমানিশা, স্থির মনিদ্বয়
কোথায় যেন চিনচিনে ব্যাথা, খুটখাট শব্দ
আর, আর জোনাকি আঙিনাময়!
পিছে পিছে আবছা আধো আলো, আধো ছায়া
নিসপিস নিসপিস করে মনে
নিত্যে বাঁধে সুর, বাঁধে মায়া
নিরালায়।
এইতো আমি পিছে পিছে হাটি
মৃদু পায়ে হেটে যাও, ওঠে নূপুরে গুঞ্জন
মাতাল ঘ্রাণে ভারি ওঠে হয়ে বাতাস
ভারি হয় মাটি
মাটিতে অস্পষ্ট পদচিহ্নের ছাপ!
পিছে ফিরে তাঁকানো আবছা মুখ
মুখে হাঁসি, হাঁসিতে সুখ
আবারও হেটে হেটে হারালে নিমেষে
আসিলে চুপচাপ, থাকিলেনা স্থির
থাকিলে আবেশে
থাকিলে ক্ষত হয়ে মনোনিবেশে
আবারো আরেকটিবার।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১