দোষাদোষি চলে রোজ
রাখে না রাখে না খোঁজ
খোঁজে না খোঁজে না কেউ সমাধান
বুঝিবার মন নেই, পুরোনে নতুন নেই
আছে শুধু সেকেলে সে অভিধাণ।
আছে শুধু কোনা জুড়ে
ও পাড়া সে পাড়া ভরে
আটি আটি পঁচে যাওয়া গল্পই
আছে শুধু গল্পেরা মুখ আর চোখ জুড়ে
ক্ষুরেছে ক্ষতের ঘা, গুটি কয় মন ভরে
করেছে গভীর যতো ক্ষতে ভরা দাঁগ গুলোই
বলা যায় তবে তাও অল্পই।
তুমি-আমি তারা সবে
মেতে রই সদা তবু বিভেদে
খুঁজি তবু কাঁদা মেখে
জাত-পাত, জামা দেখে
মেতে থাকি ভুলে থাকি দ্বন্দ্বে
দোষ আর গুণ গুলো একে থাকি গল্পতে
বাঁধি কেউ শব্দের ছন্দে।
কেউ মোরা ভুলে সব
প্রেম প্রেম খেলা দেখে
হিসেবের খাতা খুলে খুঁজে যায়
কেউ মোরা চোখ বুজে ঠিক আর ভুল ভুলে
মেয়ে কি বা ছেলে দেখে পূজে যায়।
তখনই সে সুযোগেতে কিছু লোক
দাঁত চেপে, মনে পোষা সাঁধ মেপে
নেঁচে আর গেয়ে সেই নেমে যায়
নেমে গিয়েও পড়ে নাকো ধরা-টরা কোনো কিছু
জেনে গেছে নেবে না কেউ পিছু তাই
পড়ে রবে জাত-পাতে, পড়ে রবে বিভেদেতে
এ নিয়ে চিন্তার কিছু নাই।
এইভাবেই রচে যাবে
শঁকুনেরাও খচে যাবে
হাজারে হাজারে যতো গল্পে।
বিভেদে বিভেদে বিভেদে মোরা
পড়ে পড়ে ধুকে ধুকে মরব
মরিবার কিছু আগে
বিলাপ কেঁদে কভু
হায় হায় করিলে তা করব।
তাও যদি নাই পারি
আপসোসের দাড়ি-কমা রবেনা
তাও এখন দোষাদোষির শেষের শেষটুকুও
কিছুতেই শেষ কভু হবেনা।।