বিসর্জনে প্রাপ্তি না খুজিয়া, সমর্পনে খোজ,
ওভাবে কেবল মরীচিকাই মিলিবে,
যদি না তুমি বোঝ।
বিলিয়েছ যখন ধর্ম পালনে,
মিলিয়েছ তখন ন্যায়,
এখন কিসের হিসাব খুলেছ,
দেখাচ্ছ আয় আর ব্যয়।
করুণা করেছ সৃষ্টিকে তখন,
পুরুস্কার দেবেন স্রষ্টা,
কুড়াল যদিবা পায়েই ফেলিবে,
নেবেনা না কেন দোষটা।
বিনিয়োগ করিয়াই লভ্যাংশ চাই যে,
পাইবে সে জন কঁচু,
সবুর করিয়া মেওয়া না চাই যে,
আসলেই বেটা ঘচু।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫