ইচ্ছে করে সাঁজছি সবে রুপের মোহে,
কেন যে মোরা ব্যস্তময়ি মিথ্যা কহে,
বলছি কাকে মিথ্যা মোরা, কিসের লোভে,
ইচ্ছে করে সাঁজছি বোকা, ফাটছি ক্ষোভে।
বেশতো তুমি, দেখবে যখন আয়না খুলে,
নাঁচছি কেন, ধিংধিঙিয়ে, পরের তালে ,
হাঁসছে ওরা আমার গায়ে ভূত চাপিয়ে,
পাগল ওরা, তোরা শুধু দে ক্ষেপিয়ে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৬