বিজয়ের ৪৪ টি বছরে মোরা,
স্বপ্নের ৪৪ টি সিড়ি মাড়িয়েছি,
বহু চড়ায় উতরায় সেই কাঙ্খিত
মঞ্চে, নতুন উদ্যামে দাড়িয়েছি।
লক্ষ শহীদের রক্তে লাল করে,
গড়েছি লাল-সবুজের উর্বর ভূমি,
শ্রমিকের শ্রম আর কৃষকের ঘামে,
সফলতার চুড়া এখন আকাশ চুমি।
মাগো মোরা গড়েছি তোমার স্বপ্নের স্বদেশ,
এনেছি সেই নতুন সকাল, এনেছি মুক্ত হাওয়া,
মাগো তবুও কি তাঁরা ফিরবে না আমাদের মাঝে,
তবুও কি রুখবে না তাদের হঠাৎ চলে যাওয়া।
কথা দিলাম মা, সব ফিরিয়ে দেব,
সব বুঝিয়ে দেব তোমায়,
যা দিয়েছিলে তুমি, তারচেয়েও বেশি দেব,
হবে না কোন কামায়।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫২