

এএসপি পলাশ সাহার আত্মহত্যা নিয়ে অনলাইন গরম। কেউ মা'কে দোষারোপ করছে কেউ বউকে। আর কেউ অভাগা পলাশকে দোষ দিচ্ছে। অনেকটা শাবানা জসিমের বাংলা ছবির মতো, "মা বড় নাকি বউ বড়" টাইপের অবস্থা। তাহলে দোষী কে?
আমি বলবো আমরা সবাই দোষী। এ সমাজ, এ সংস্কৃতি, আমাদের মানসিকতা, আমাদের অশিক্ষা, আইন, রাস্ট্র, অধিকারবোধ...... অনেক অনেক কিছুই দায়ী পলাশের আত্মহননের পিছনে।
সংসারের এ ধরনের দড়ি টানাটানিতে সাধারনত ঘরের দূর্বল পার্টি মরে। আর আমাদের দেশে যেহেতু মেয়েদের দাম রাস্তার কুকুর বিড়ালের থেকেও কম তাই বউটাই মরে বা মেরে ফেলা হয় সাধারনত। বাংলাদেশে ২০২৪ সালে প্রায় ৭০% মেয়ে ইন্টিমেট পার্টনার দ্বারা ডমিস্টিক ভায়োলেন্সের...
...বাকিটুকু পড়ুন