ব্লগে ইদানিং প্রায়ই বিভিন্ন লেখক,পাঠক তথা ব্লগারদেরকে বলতে দেখি/ শুনি/ পড়ি যে মানসন্মত লেখা অধিক পঠিত হয় না, লাইক কমেন্ট পায় না, আলোচিত পাতায় যায় না যেখানে মানহীন লেখা খুব সহজেই আড্ডাবাজী আলোচনা, স্বজনপ্রীতি বা মাল্টিবাজীর পিঠ চাপড়া চাপড়ির জোরে আলোচিত পাতায় ঘন্টার পর ঘন্টা স্থায়ীত্ব পায়। এমনকি বর্তমানের অতি গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে লিখিত স্টিকি পোস্টটিতেও সেই আলোচনা স্থান পেয়েছে। যা আমার মতে বেশ অপ্রাসঙ্গিক এবং মূল ইস্যু থেকে সরে যাবার পক্ষে যথেষ্ঠ সহায়কও বটে।
আমার প্রশ্ন-
১। ব্লগে কাউকে দিয়ে কি জোর করে মান সন্মত লেখনী লেখানো বা পড়ানো সম্ভব ?
২। মান সন্মত লেখায় বাধ্যতামূলক কমেন্ট লাইক দেওয়ানো সম্ভব?
৩। অটো মন্তব্য বা লাইক অপশন চালু করলে কেমন হয়? (পোস্ট মানহীন জাতহীন যাই হোক অটো কমেন্টের বন্যায় ভেসে যাবে যাতে মান সন্মত লেখকদের দুঃখ লাঘব হয়।)
৪। এখন সবচাইতে গুরুত্বপূর্ন প্রশ্নটি যা মাথায় এসেছে তা হলো মানসন্মত লেখার মানদন্ড কি কি?
৫। কারা কারা তা এখানে বিচার করবেন? তাদের যোগ্যতা কি কি হতে পারে?
৬। ব্যাক্তি, সমাজ ও জাতির জন্য কোনো প্রকার ক্ষতিকারক লেখনী ছাড়া মুক্ত চিন্তার প্লাটফর্মে যার যা সাধ্য সে মতই সে কি লিখবে না?
৭। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তেমনি আজ যে মানহীন লিখছে কাল সে ভালো লিখবেনা এমন কোনো নিশ্চয়তা কি আছে?
৮। মানসন্মত লেখায় পাঠক নেই, মানহীন লেখায় আছে। তবে কি বর্তমানে মানহীন পাঠক সংখ্যাই বেড়ে গেলেো?
৯। আলোচিত পাতায় আলোচনার বদলে উঠে আসছে আড্ডাবাজী তবে কি আরেক উপায় মডারেটরদেরকেই বসে বসে কোনটা প্রকৃত আলোচনা আর কোনটা আড্ডাবাজীলোচনা তা ক্যাটাগরাইজ করবেন বা করা উচিৎ নয় কি?
১০। এখানে মাল্টিবাজী পিঠ চাপড়াচাপড়ীর সুযোগ করে দিয়ে তথা মাল্টি নিক বানাবার সুবিধা করে দিয়ে তবে কি মানহীন লেখক এবং পাঠকেরাই দোষ করছেন?
১১। স্টিকি পোস্টে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কে আলোচিত হলো কে হলোনা, কে কেমন, কে কি করছে বিষয়টিও টেনে আনা হয়েছে। এতে মূল আলোচনা বা উদ্যোগ বিষয়টি কি ব্যাহত হয়নি?
১২। যারা এই পোস্টে কমেন্ট দিয়েছে তাদের কমেন্ট দেখে মনে হয়েছে সমাজের এই জটিল ও কুটিল সমস্যাটি(ধর্ষন) থেকেও তারা ব্লগের এই আলোচিত সমস্যা নিয়ে বেশী চিন্তিত। অথচ তারাই কি এই আড্ডাবাজী আলোচিত ব্লগে কমেন্ট করেন না?
১৩। কয়জন ধর্ষণ বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন আর কয়জন আলোচিত এবং মাল্টিবাজীর হালচাল নিয়ে আলোচনা করেছেন মূল বিষয়টি থেকেও কি তাদের সংখ্যাটি বেশি নয়?
১৪। পিটিশনে কয়জনের সিগনেচার আছে?
১৫।যুগে যুগে সমাজ পরিবর্তিত হয়। যুগে যুগে সব কিছুই বদলায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম না বলে এখন কি করা উচিৎ এবং কি করবো সেটাই ভাবনার বিষয়। ভালো ভালো লেখা কমেন্টের অভাবে তলায় চলে যায় আর খারাপ লেখা আলোচিত পাতায় উঠে। নিজেকে প্রশ্ন করে দেখুন আপনিও কি সেই দলেরই অংশ নন?
আপাতত সর্বশেষ প্রশ্ন
কোন কোন ভালো লেখায় আপনি একা কমেন্ট করেছেন বা গুটিকয় মানুষই বা করেছেন অন্তত ৩টি প্রমান দেখান আর কোন কোন আড্ডাবাজী ফালতু পোস্টে আপনিসহ আরও সব মান সন্মত লেখকেরা পাঠকেরা শত শত কমেন্ট করেছেন আমি তার ১০ প্রমান দেখাতে পারবো।
মাথায় আরও শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপাতত হেঁটে আসি।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩