মন চায় পাখি হব ।
উরে যাব দূর ঐ আকাশের নিলিমায় ।
আধার রাতের তারা হব ।
ফিরব ঘরে শ্রাবন ভেজা দিনে ।
মন চায় শীতের কুয়াশা হব ।
সকাল বেলা পদ্ম পুকুর হব ।
মন চায় পথিকের সাথি হব পথ দেখাব ।
মন চায় ফাগুন হয়ে ঝরে যাব ।
মন চায় আনন্দ হয়ে ভাসব ।
মন বলে দুখের মাঝে সুখ খুজব ।
মন টাকে আধার করে ।
তুমি কি ? সুখ পেয়েছ বন্ধু ।
এসো আজ একটু হাসো ।
আর বাচার মত বাচো ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৭