১)কিছু কিছু কথা থাকে বলা যায় না,
ভাষা গুলো হারিয়ে যায় দূর ঠিকানা।
কিছু কিছু ব্যাথা থাকে সওয়া যায় না,
হৃদয় জানালায় উঁকিদেয় কেও দেখে না।
ভবে সবার কাছে ভালো হওয়া যায় না,
ভালো কাজ গুলো সবসময় ভালো হয় না।
ভুল বুঝা কিছু মানুষের হয় মূল সভাব,
ভালো কাজ কখনো বা হয়ে যায় ভুল ভাব।
সকল সময় প্রভু গো তোমায় পাশে চাই,
তুমি ছাড়া অার অামার অবিভাবক নাই।
২)বেশ কয়েক দিন একটু ঝামেলার মধ্যে অাছি। বিষয়টা এমন যে, কারো সাথে শেয়ার করতে পারছিনা। অাবার কি করবো কিছু বুঝতেও পারছিনা।
যে সমস্য অনুভব করছি এর জন্য যে কারণগুলো অামার পর্যালোচনায় ধরা পড়েছে তা হলোঃ
★অামি একটু নিরিবিলি টাইপের এবং সহজ সরল জীবন যাপন করতে পছন্দ করি।
★হাসি ঠাট্টা পছন্দ করি।
★অল্পোতে রেগে যায়।
★ছোট ভাই বোনদের সাথে ইয়ারকি দুষ্টমি করি।
★সামাজিকতা কম বুঝি।
★একটু ঘরকুনো টাইপের।
★অলস। ম্যাচে থাকার করণে অলসের মাত্রা বেড়েগেছে। সকাল ৮-১০টায় ঘুম থেকে উঠি।(একরকম অভ্যাস বলা চলে।)
★সহজে বিস্বাস করি।
★ঘুর প্যাচ(চালাকি কথা বা রাগের কথা, রাগকরে অভিমানের কথা) কম বুঝি।
৩)অামাদের পরিবার কৃষি ভিত্তিক পরিবার।
৪)জীবনে নতুন অধ্যায় শুরু করছি।
৫)হ্যাঁ, অামার যে দোষ নেই সেটা বলছিনা।
অামি যাকে ভালো বাসি বা সম্মান করি তার কাছে সে ভাবে উপস্থাপন করতে পারিনা। অনেক সময় একটু রাগ করে ফেলি অথবা বকা দিয়ে দিয়। কিন্তু এটাকে মাইন্ডে নেওয়া হয়।
৬)এখন অামি যে সমস্যা গুলো ফিল করছি।তাহলোঃ-
*অামার ইয়ারকি গুলোকে সিরিয়াস নেওয়া হয়।
*অাগের মতো অার সুযোগ পায়না।
*অনেক কথা শেয়ার করতে কষ্ট হচ্ছে। ভাবলাম কিছুই শেয়ার করবোনা। তারপরেও শেয়ার করলাম।
অাসলে বেশ কষ্টে অাছি।
নিজেকে বেশ অযোগ্য, অপরাধী লাগছে।
জীবনটা অাসলেই অনেক কষ্টের হয়ে থাকে।
৭)সুখের অাশায় চলছি ছুটে
দুঃখ এসে পড়ছে লুটে
দিন শেষে ফের রাত্রি নামে
জীবনটা যে ঠিক যায় থেমে
অমানিশা তিমির রাত্রি
সেই রাতেরই অামি যাত্রি
তিমির রাত্রি শেষে অাবার
অাসবে ফিরে ঠিক রাহাবার
সোনালি এক সকাল অাসবে
মুসাফির ফের স্বপ্নে ভাসবে
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯