চিকিৎসা অামাদের মৌলিক অধিকার???
অামার ব্যক্তিগত কিছু কথা এখানে শেয়ার করতে চাই।
অামি অামার দোলাভাইকে সাথে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে গেছিলাম। ডাক্তারের ভাবদেখে মনে হচ্ছিলো, সে রাজা বাদশাদ, অার অামরা গোলাম! একটা কথা বলতে বলতেই, কছু টেষ্ট দিলো। টেষ্ট দেখে কোন কথা না বলেই ঔষধ লিখে দিলো। পরে ঔষধ কিনতে গিয়ে দেখি ব্যাথা অার গ্যাসের ঔষধ।(সমস্যা ছিলোঃ মেরুদন্ডের হাড় বৃদ্ধিপাওয়া। )
অামার প্রশ্ন, জনগণের চিকিৎসা নামক মৌলিক অধিকার কে নিশ্চিৎ করবে???
মাঝে মাঝে প্রাইভেট প্যাক্টিসের বিজ্ঞাপন দেওয়া হয় এভাবে "অভিজ্ঞ ডাক্তারের অান্তরিক সেবা নিতে চলে অাসুন অামাদের চেম্বারে..."।একজন ডাক্তারের যোগ্যতা নির্ণয় করা হয় BCS অথবা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপনা পদবী দ্বারা। তবে কেনো সেই সরকারি চাকুরিকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন অামাদের ডাক্তার মশায়গণ। এ বিষয়ে কেও কথা বলেনা ... কি অবাক করার বিষয়!!!
সদর হাসপাতালে ডাক্তার অাসেন ১১:০০টায়,অধিকাংশ ডক্তার অাসেন ১১:৩০/১২:০০(যদিও অফিস টাইম সকাল ১০:০০) হাসপাতাল ত্যাগ করেন ১:০০/১:৩০ সময়ে। অনেক সময় রিপোর্ট দেখাতে গেলে রুমে ডাক্তার পাওয়া যায় না।
অনেক মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ে অাছে। রোগীরা অধিক টাকায় বাইরে থেকে পরিক্ষা করাচ্ছে।
ছবিঃ ইন্টারনেট।
এ সবের কি কোন সমাধান হবে?
কে করবে এর সমাধান?
যারা শিক্ষিত সমাজ, জাতীর বিবেক, তারা কেন এমনটি করছেন?
মানবাধিকার, মৌলিক অধিকার কবে বাস্তবায়িত হবে?
কে দিবে অামার এই প্রশ্নের উত্তর???
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪