চলতি পথে কিচুক্ষণ ঘুরে এলাম।
সুযোগ পেলেই মনটা চাই একটু ঘুরে অাসি, অাগানে-বাগানে, এখানে-সেখানে।
অার তাইতো ঘুরে এলাম সেদিন।
সাথে নিয়ে এলাম কিছু স্মৃতিকে
হাটতেছিলাম। হঠ্যাৎ নাক বরাবর তাকিয়ে অবাক। কারণ, জানতাম না এখানে চলে এসেছি।
এইযে দেখছি অাইফেল টাওয়ার...
তাহলেকি অামি এখন প্যারিস চলে এসেছি...
হতেও পারে অধুনিক যুগ, বিজ্ঞান ও প্রযুক্তির কত ব্যাপার স্যাপার।
ব্লগের জন্যই মূলতঃ কিছু ছবি নেওয়া। কারণ ব্লগের বন্ধুরা ছাড়া মজা করা তেমন মানুষ নেই। অার সবার সাথে মজাও করা যায়না।
অাইফেল টাওয়ার দেখে অাসলাম। অর্থাৎ প্যারিস ঘুরা শেষ করেই হতবাক! এখন অাই কুতাই চলি এলাম।
ও অাল্লাহ! অামি কি অাম্রিকায় চলে এলাম নাকি। এটাতো দেখছি স্টাচু অব লিবার্টি।
অাসলে অামি স্বপ্পন খেকতেছি নাতো! অামি কিন্তু কয়তাম পারতাম না। চিমটি কাটলে মনে হচ্ছে, অাই বাস্তবেই অাছি
স্টাচু অব লিবার্টি
এটা অাবার কুতাই এলাম বাপু!!! বড় বড় কল কব্জা।(এটা পার্কের বাহিরে অন্য জায়গা থেকে তোলা ছবি)
বড় বড় বেডা পুলা গুন কাপের ভিতর হান্দায় কি করতাছে!!! অাই কিছু বুজতান্নো।হেতারা কি করে। চায়ের কাপ থাকে হাতে। চুমুক হয় ঠোটে। এরাদেখি ভিতোর বসে অাছে। এ অাবার কোন দ্যাশে অাইলামরে বাপু...
উল্টা পাল্টা ব্যাপার দেখতাছি...
ওমোর খোদা!!! এই ইউরোপ অাম্রিকায়ও কুড়ে ঘর থাহে। মাথা ঘোরেরে। কুতাই এলামগো...
অাজকে কার মুক দেহে ঘুম থেকে উঠছিরে বাপু। অাজব অাজব জিনিস চোখে পড়তাছে...
ফুল গুলা মোর দেশি মতো লাগতাছে। অাই কি দ্যাশেই অাছি। ও মোর খুদা!
হা হা হা... "
ঘুরে এলাম শেখ রাসেল পার্ক ফরিদপুর। ভালোই লাগছিলো। অল্পো জায়গায় অনেক কিছু দেখা হলো।
সাদা মনের মানুষের মতো তো পকেটে টাকা নাই। মন চাইলেই এক জায়গায় ঘুরে অাসবো।
তাই দুধের সাদ একটু ঘোলে মিটালাম অারকি
কল্পোনার জগতে নাকি বিশ্বদেখা যায়। তেমনই একটা চেষ্টা...
কল্পোনায় ঘুরতে ভালোই লাগে। নিজেকে যা ইচ্ছে তাই ভাবা যায়। ভালোতো, ভালোনা ...
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫২