বইয়ের নাম: শবনম
বইয়ের ধরনঃ উপন্যাস
প্রচ্ছদ পরিকল্পনাঃ মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ
শবনমের ছবিঃ শায়মা হক
প্রকাশনী: একরঙ্গা একঘুড়ি
বইমেলা ২০২০ স্টল নং: ৫৮৭
সবাই স্বপ্ন দেখে, গল্প লিখে, কবিতা লিখে। ভাসিয়ে দেয় আবেগের ডিঙ্গি ভালোবাসার অথৈ জলে!
আর আমি কেন যেন বাস্তবতা থেকে দুরে যেতে পারি না, ভুলে যেতে পারি না নিষ্ঠুর সামাজিক সব কষাঘাত।
বাস্তবতা'কে একদম পাশ কাটিয়ে স্বপ্নময় আলাদা কোন জগৎ তৈরিও করতে পারি না।
প্রতিদিন সকালবেলা দৈনিক পত্রিকা খুললেই সারাদেশে পেশিশক্তির অপব্যবহার, নোংরামী আর যৌন নির্যাতন নিয়ে এত সব খবর পড়ার পর আমার চোখে আর কোন নতুন স্বপ্ন ভাসে না। কবি হয়ে কবিতা লিখতেও ইচ্ছে করে না।
ইচ্ছে করে না স্বপ্নময় মিলনের কোন গল্প লিখতে। সব কিছু ছাপিয়ে উঠে শুধুই দ্রোহের বহিঃপ্রকাশ।
ছোট্ট একটা জীবনে মানুষ কত কিছুর স্বপ্নই না দেখে, কত কিছুরই প্রত্যাশা করে, হৃদয়ের গহীনে নিরন্তর বানিয়ে যায় বালুর ঘর। কিছু পায়, কিছু পায় না। যা পায় না সেটা পাবার জন্য মরিয়া হতেও কেউ কেউ পিছ'পা হয় না।
শুভ আর শবনম আমাদের এই সমাজেরই অংশ। এদের হয়তো কাউকে আমরা চিনি, কাউকে চিনি না। এরা কেউই সুপার হিরো কিংবা সুপার হিরোইন নয়। এরা আমাদের মতো রক্ত মাংশেরই পথিকৃৎ। আমাদের মতোই এদের জীবনেও আছে অমাবস্যা পূর্ণিমা, আর এর টানেই এদের জীবনেও নেমে আসে অপ্রত্যাশিত জোয়ার ভাটা। সামাজিক কোষ্ঠকাঠিন্যের আবর্তে এদের জীবনও হারায় তার স্বাভাবিক পথচলা, থমকে উঠে প্রত্যাশার চলন্ত সিড়ি, হৃদয় হারায় তার আবেগ আর বিবেকের অস্তিত্ব হারিয়ে লুটিয়ে পরে মনুষ্যত্ব!
জীবন নিয়তি নামের বিশাল একপত্রে একফোঁটা শিশিরের মতো জলবিন্দুর কনা। আর এই শিশিরের জলবিন্দুর অস্তিত্বের মতোই খুবই অনিশ্চিত জীবনের বয়ে যাওয়া মুহুর্তগুলি কাটাতে পাশে একটা মানুষ লাগে। যে মানুষটা হাতে হাত ধরে, মনে মন রেখে ভাগ করে নেবে বুকের একদম ভিতরে হিমালয়ের সমান উঁচু হয়ে থাকা বেদনাগুলি। সবার জীবনেই ছড়িয়ে ছিটিয়ে থাকে পাওয়া না পাওয়া এবং হাসি কান্নার অসম্ভব জটিল এক সংমিশ্রণ, আরও অসংখ্য ছোট ছোট গল্প। পাশে থাকার এই অদ্ভুত গল্পগুলো হঠাৎ করেই কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। শবনম তো ভোরের শিশির, যা সকালের প্রথম রৌদ্রের পরশেই ফুরিয়ে যায়
কেউ কী পারবে নিয়তির অমোঘ বিধান অতিক্রম করে ভোরের শিশির'কে নিজের জীবনে সাঁঝবেলা পর্যন্ত ধরে রাখতে?
বইটা পড়ার আমন্ত্রণ রেখে গেলাম!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২০
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬