ব্লগের নির্বাচিত পোস্টগুলি মাঝে মাঝে খুলে পড়ি।
আজকে সকালবেলা নির্বাচিত পোস্টের পাতা খুলে পড়তে যেয়ে একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকল না।
একটা পোস্ট নির্বাচিত পোষ্ট হবার জন্য আসলে কী কী প্রয়োজন? এর সিলেকশন ক্রাইটেরিয়া কি?
আমার লাস্ট ৩টা পোষ্টের স্ট্যাটাস উপরে দিলাম। এর একটাও নির্বাচিত পোস্টে আসে নি। কী আশ্চর্য্য? কেন আসলো না?
কারনটা আমি ব্লগের মডারেটর, সিনিয়র ব্লগারস এবং সহ ব্লগারদের কাছে জানতে চাই।
আমার বাসর রাত আর শবনমের প্রায়শ্চিত্ত গল্পটা কী এখানে আসার উপযুক্ত নয়? আপনাদের কাছে মতামত চাই!
আমার প্রশ্নের সদোত্তর না পাওয়া পর্যন্ত নতুন লেখা দেয়া ঠিক হবে কিনা সেটা ভেবে দেখার বিষয়!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮