নিয়তির নির্দিষ্ট খেলায় কেউ কেউ নিঃস্ব হয়,
কেউ কেউ অঢেল ঐশ্বর্য কাধে বয়ে নিয়ে,
কেউ কাদে,কেউ হাসে দু:খ বুকে নিয়ে,
কেউ বাচে,কেউ চায় বাচার আরেকটু সময়।
নিয়তির নির্দিষ্ট খেলায় কেউ তুষ্ট হয়,
কারো হয় আমূল বিক্ষোভ
কেউ অতিসাধারণ লোক, যা হয় তাই মেনে নিয়ে
কেউ কেউ খুব সুখী হয়, কারো কারো অপার দু:খভোগ।
নিয়তির নির্মমতায় অপার দু:খ বুকে নিয়ে কেউ কেউ হয় ঈশ্বরবিদ্বেষী,
কেউ বা হয়তো দুবেলা দুমোঠ খায়,তবু ঈশ্বর, তোমাকেই ভালোবাসি।
সমস্ত আয়োজন করে,ভালোবাসা উন্মুক্ত করে কেউ কেউ পায় না হৃদয়,
কেউ কেউ পেয়ে যায় খুব সহজেই,
বাসের দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষায় কেউ কেউ পায় না একটা বসার সিট,
কেউ কেউ পেয়ে যায়, বাসের জন্য সামান্য হাত বাড়াতেই।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০