সমস্ত বিশ্ব তন্ন তন্ন করে খুজে পেয়েছি শুধু,
মাংস আর মেদ।
মাংস আর মেদ, এই নিয়ে কত মাতামাতি,কত কোলাহল, বিচিত্র বিস্তার।
সমস্ত সংসার জূড়ে , মন্দির ,মসজিদ , গির্জায় শুনি মেদ মাংসের গুন,
মেদ ঝেড়ে, মেদ বেড়ে, বাড়ে রমনীর সৌন্দর্য দ্বিগুণ ।
সুডৌল উন্নত বুক, ছিপছাপ দেহ,
কি বিষন্ন দুঃখবোধ রমনীর মনে,
তাই নিয়ে ভাবছে না কেহ।
সমস্থ সহর জূড়ে তাই, মেদ মাংসের কী দুর্লভ প্রদর্শনী
সুপুরুষ ভালোবাসে চোখ,
কাপুরুষ ভালবাসে , মাংস আর মেদ, উজ্জ্বল তক
প্রেয়সীর লীলাভূমি।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬